Home অন্যান্য নিয়ন্ত্রণ রেখা পার হয়ে পাকিস্তানে ভারতের বিমান হামলা

নিয়ন্ত্রণ রেখা পার হয়ে পাকিস্তানে ভারতের বিমান হামলা

37
0
SHARE

বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক : নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাক অধিকৃত কাশ্মীরে বিমান হামলা করেছে ভারত। পুলওয়ামা হামলার পর এ হামলা চালালো তারা। ভারতের দাবি জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে। এ হামলায় ১২ টি মিরাজ ২০০০ যুদ্ধ বিমান অংশ নেয়।

সংবাদ সংস্থা এএনআইয়ের বরাত দিয়ে ভারতের বাংলা গণমাধ্যম আনন্দ বাজার জানায়, সোমবার রাত সাড়ে ৩টে নাগাদ ১২টি মিরাজ ২০০০ যুদ্ধবিমান পাক জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে ১০০০ কেজি বোমাবর্ষণ করে। এই অভিযানের কার্যত কথা স্বীকার করেছেন পাকিস্তানের সেনাপ্রধানও। তিনি বলেন, “পাক আকাশে ঢোকে ভারতীয় যুদ্ধবিমান।”

সূত্রের খবর, সোমবার বালাকোট সেক্টর থেকে পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমান। বালাকোট, চাকোটি এবং মুজফ্‌রাবাদে জইশ-ই-মহম্মদের তিনটি লঞ্চপ্যাড গুঁড়িয়ে দেয় ভারত।

image_pdfimage_print