Home ব্রেকিং নোয়াখালীর ধর্ষিতার ক্রন্দন সারা বিশ্বকে কাঁদিয়েছে: রিজভী

নোয়াখালীর ধর্ষিতার ক্রন্দন সারা বিশ্বকে কাঁদিয়েছে: রিজভী

49
0
SHARE

বিশ্ববিদ্যায়ল পরিক্রমা প্রতিবেদক : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নির্বাচনের পর সবচেয়ে মর্মান্তিক ঘটনা ঘটেছে নোয়াখালীতে। সেখানে এক নারী গণধর্ষণের শিকার হয়েছেন। শতাব্দির সবচেয়ে বর্বোচিত ঘটনা এটি। আওয়ামী লীগ কর্মীরা তাকে গণধর্ষণ করে। ওই নারীর অপরাধ সেই ধানের শীষে ভোট দিয়েছে। এটা কি পাকিস্তানিদের চেয়েও নির্মম-নিষ্ঠুর কাজ নয়? ওই নারীর ক্রন্দন সারা বিশ্বকে কাঁদিয়েছে।

বুধবার (২ জানুয়ারি) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, নির্বাচনের নামে নিষ্ঠুর রসিকতার পর এখন চলছে ধানের শীর্ষের সমর্থকদের ওপর নির্যাতন। নানা হয়রানিসহ শারীরিকভাবে আক্রমণ করা হচ্ছে। সব জায়গায় হামলা হচ্ছে অবিরাম। আওয়ামী লীগ মিথ্যা জয়ের উল্লাস করছে। অশান্তি জিইয়ে রেখে মানুষের জাগরণ ঠেকিয়ে রাখছে আওয়ামী লীগ।

তিনি বলেন, এটি শুধু একজন ব্যক্তিকেই পৈশাচিক নির্যাতনে শ্লীলতাহানি নয়, এটি জনগণের ভোটাধিকারকেই শ্লীলতাহানি করা হল। অটোরিকশাচালকের স্ত্রীর ক্রন্দনবিধূর অন্তহীন আর্তি বিশ্ববিবেককে কাঁদিয়েছে। বাংলাদেশে মানবতা এখন কাঁদছে। বিশ্ব মানবতা এ ঘটনায় স্তম্ভিত-শিহরিত ও বিমুঢ়।

রিজভী বলেন, বাংলাদেশে আর গণতন্ত্রের গৌরবোজ্জ্বল যুগ সৃষ্টি হল না। আওয়ামী নেতারা এখন গণমাধ্যম নিয়ন্ত্রণে নিয়ে তাদের চাপাবাজি ও গলাবাজির জোরে ভোট নিয়ে মহাজালিয়াতির ঘটনা আড়াল করতে চাচ্ছে।

image_pdfimage_print