Home আইন/আদালত নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরের ঘটনায় হাজী সেলিমের ছেলেসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরের ঘটনায় হাজী সেলিমের ছেলেসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

38
0
SHARE

ঢাকা-৭ আসনের সংসদ সদস্য লেখা সরকারি একটি গাড়ি থেকে নেমে নৌবাহিনীর এক লেফটেন্যান্টকে মারধরের ঘটনায় হাজী মোহাম্মদ সেলিমের ছেলে মোহাম্মদ এরফান সেলিমসহ ৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) মামলার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ ইকরাম আলী মিয়া।

তিনি জানান, আজ সোমবার (২৬ অক্টোবর) ভোরে মামলাটি এন্ট্রি করা হয়।

এর আগে ঢাকা-৭ আসনের সাংসদ হাজী মোহাম্মদ সেলিমের সংসদ সদস্য লেখা সরকারি একটি গাড়ি থেকে নেমে নৌবাহিনীর এক কর্মকর্তাকে মারধরের ঘটনায় দুটি গাড়িই উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।

রোববার (২৫ অক্টোবর) রাতে রাজধানীর ধানমন্ডি কলাবাগান সিগন্যালের পাশ থেকে গাড়ি দুটি উদ্ধার করা হয়।

এর আগের ঘটনায় প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, নৌবাহিনীর ওই কর্মকর্তা ও তার স্ত্রী মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। সাংসদ হাজী সেলিমের গাড়ি তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। পরে তিনি মোটরসাইকেল থেকে নেমে গাড়িটির সামনে দাঁড়ান। এরপর তাদের সাথে কথা বলার চেষ্টা করলে গাড়ি থেকে হাজী সেলিমের ছেলে ও তার বডিগার্ডরা নেমে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। তাকে ও তার স্ত্রীকে হত্যাসহ নানা হুমকিও দেন তারা।

image_pdfimage_print