
রাজধানীর এনএলআই টাওয়ারে অনুষ্ঠিত এক সংযোগ-সংলাপ অনুষ্ঠানে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সিইও মোঃ কাজিম উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সংযোগ-নোফেলের প্রধান সমন্বয়ক নাছির উদ্দিন মাশুক তাঁকে এই শুভেচ্ছা জানান।
মোঃ কাজিম উদ্দিন সম্প্রতি দ্বিতীয়বারের মতো সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (সাফা) গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেন, যা ন্যাশনাল লাইফের জন্য একটি সম্মানজনক অর্জন। এই সম্মাননা তাঁকে আবারও সম্মানিত করায় অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা তাঁর প্রশংসা করেন।
এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা।