
বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বা তার পরিবারে সঙ্গে কোনো রক্তের সম্পর্ক নেই। তবুও শুধু পদবি ট্রাম্প বলেই স্কুলে সহপাঠীদের মারধরের শিকার হতে হয়েছিল ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে। গত বছরের ডিসেম্বর মাসে এ ঘটনা ঘটে।
এরপর জোশুয়া ট্রাম্প নামে উইলমিংটন ডেলাওয়্যারের বাসিন্দা ওই ছাত্রের শারীরিক নিগ্রহের খবর শুনে পদক্ষেপ নেন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। গতকাল মঙ্গলবার হোয়াইট হাউসে ছিল ডোনাল্ড ট্রাম্পের স্টেট অফ ইউনিয়নের দ্বিতীয় পর্বের ভাষণ। সেখানেই অতিথি হিসেবে জোশুয়াকে আমন্ত্রণ জানান মেলানিয়া।
উল্লেখ্য, স্টেট অফ ইউনিয়নের বার্ষিক ভাষণের সময় হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট, ফার্স্ট লেডি এবং কংগ্রেসের ৫৩৫ সদস্য নিজেদের কয়েকজন অতিথিকে আমন্ত্রণ জানাতে পারেন।