
মোঃ আশিক সরকার প্রতিনিধিঃআসন্ন পবিত্র ঈদ- উল ফিতর উপলক্ষে মতলব দক্ষিণ, ১ নং নায়েরগাঁও উঃ ইউনিয়ন বাসীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন চাঁদপুর জেলার সর্বশ্রেষ্ঠ ও স্বর্ন পদক প্রাপ্ত দুই দুইবারের নির্বাচিত চেয়ারম্যান ১ নং নায়েরগাঁও উঃ ইউনিয়ন গরিব দুঃখী মেহনতী মানুষের বন্ধু মোঃ মিজানুর রহমান সেলিম,।এক শুভেচ্ছা বার্তায় তিনি সকল জনগণ পরিষদের মেম্বার ও মুসলমানের জন্য মঙ্গল কামনা করে বলেন – ঈদ মানে ধনী গরীব ভেদাভেদ ভুলে সকলে এক সাথে পবিত্র ঈদউল ফিতরে মিলেমিশে আনন্দে মেতে ওঠা।এবং ঈদ সকল মুসলিমের জীবনে বয়ে আনুক অনাবিল খুশি আর আনন্দ আসুন ধনী- গরিব মিলে মিশে একে অপরের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করি সকলের সুন্দর জীবন কামনা করেন বর্তমান মহামারী।করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতার বিকল্প নাই সবাই সচেতনে থাকুন সুস্থ্য থাকুন ঘরে থাকুন। সরকারের আইন যথাযথ মেনে চলুল۔।