
চাঁদপুর: চাঁদপুরের কৃতি সন্তান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ড. শামসুল আলম চাঁদপুর সার্কিট হাউজে আগমন করলে স্যারকে অভ্যর্থনা জানান জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জনা খান মজলিশ।
বুধবার (২৫ আগস্ট) সকাল থেকে মন্ত্রী মতলব উত্তর ও মতলব দক্ষিণে সফর শেষে রাতে চাঁদপুর সার্কিট হাউসে এসে পৌঁছালে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে অভিনন্দন জানানো হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাসির উদ্দিন সরোয়ার, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।