Home ব্রেকিং পরিকল্পনা প্রতিমন্ত্রীর সাথে মতলব উত্তর আওয়ামী লীগ নেতৃবৃন্দের মতবিনিময়

পরিকল্পনা প্রতিমন্ত্রীর সাথে মতলব উত্তর আওয়ামী লীগ নেতৃবৃন্দের মতবিনিময়

36
0
SHARE

পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শামসুল আলম এর সাথে মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ শুভেচ্ছা বিনিময় করেছেন। এ সময় নেতৃবৃন্দ প্রতিমন্ত্রী ড. শামসুল আলমকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।

রবিবার (২২ আগস্ট) বিকালে পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শামসুল আলম এর কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. রুহুল আমিনের নেতৃত্বে শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, শহিদ উল্লাহ প্রধান, সিরাজুল ইসলাম লস্কর, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব আলী গাজী, সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান প্রধান, ক্রীড়া সম্পাদক নুরুল আমিন বোরহান, জাহাঙ্গীর মো. আদেল, আবদুস সাত্তার, সদস্য ইঞ্জি. খোকন ও উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান মো. জহিরুল ইসলাম’সহ নেতৃবৃন্দ।

পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শামসুল আলমের সাথে সৌজন্য সাক্ষাতের সময় নেতৃবৃন্দ মতলব উত্তর উপজেলার রাজনৈতিক, সামাজিক ও উন্নয়ন ভাবনা নিয়ে আলোকপাত করেন। মতলব উত্তরের উন্নয়ন সম্ভাবনা’সহ বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয় বলে জানান আ’লীগ নেতৃবৃন্দ।

পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শামসুল আলম সকলের বক্তব্য মনযোগ সহকারে শোনেন। সকল সমস্যা সমাধানসহ সম্ভাবনার কথা তুলে ধরেন। মতলব উত্তরকে উন্নয়নের মাধ্যমে নতুন দিগন্তের সূচনা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

image_pdfimage_print