Home ক্যাম্পাস খবর পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলমকে সংবর্ধনা দিয়েছে মতলব সুধী সমাজ

পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলমকে সংবর্ধনা দিয়েছে মতলব সুধী সমাজ

42
0
SHARE

আশিক সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলমকে সংবর্ধনা দিয়েছে মতলব সুধী সমাজ। শুক্রবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর নর্থ সাউথ ইউনিভার্সিটিতে কনভেনশন সেন্টারে মতলব উত্তরের কৃতী সন্তান পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলমকে সংবর্ধনা দেয় সংগঠনটি।

এ সময় পরিকল্পনা প্রতিমন্ত্রীর বর্ণাঢ্য জীবন নিয়ে আলোচনা করা হয়। তার কর্মময় জীবনের বর্ণিল ইতিহাস তুলে ধরে মতলব উত্তরকে একটি আধুনিক ও উন্নত এলাকা হিসেবে গড়ে তোলার তাগিদ দেন বক্তারা।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, অগ্রাধিকার ভিত্তিতে মতলবকে ঢেলে সাজানো হবে। দায়িত্ব পালনে শতভাগ স্বচ্ছতা অক্ষুণ্ন রেখে কাজ করা হবে।

সকলের সহযোগিতা চেয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, অগ্রাধিকার ভিত্তিতে মতলবের উন্নয়নে কাজ করা হবে। মতলব উত্তরের মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের বেড়িবাঁধ রক্ষায় প্রয়োজনীয় প্রদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান তিনি।

তিনি বলেন, মতলবের মানুষের দীর্ঘদিনের দাবি মুন্সীগঞ্জের গজারিয়ার চর কালীপুর থেকে মতলব উত্তরের বাজার কালীপুর ব্রিজের কাজ খুব দ্রুত শুরু করা হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল একুশে পদকপ্রাপ্ত অধ্যাপক ড. শামসুল আলম পরিকল্পনা প্রতিমন্ত্রী হওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সেই সঙ্গে মতলবের উন্নয়নে যার যার অবস্থান থেকে কাজ করার তাগিদ প্রদান করেন তিনি।

অনুষ্ঠানে সভা সভাপতির বক্তর‍্যে মতলব সুধী সমাজের    সভাপতি লায়ন বেনজীর আহমেদ বলেন  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।   মতলবে তিনি পরিকল্পনা মন্ত্রী দিয়েছেন। আশা করি আমাদের মতলবে আরো উন্নয়ন হবে। মতলবে বাঁধ নির্মাণে  মতলব সুধী সমাজ  কাজ  করেছে। ভবিষ্যতে কাজ করে যাবে।

শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের,ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রাপ্তন ভিসি আমিনুল হক , সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. শাহ আলম, চেয়ারম্যান বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল সভাপতি বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র কবির আহমেদ খান, সভাপতি ঢাকা চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা পরিষদ মোঃ জাহাঙ্গীর আলম,মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ, মতলব উত্তর উপজেলা পরিষদের বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস, বিশেষ কামাল ডালি, লায়ন হেলেনা আক্তার নাসরিনসহ আরো অনেকে ।

এ সময় উপস্থিত ছিলেন,সাবেক ডিজি লোকমান হোসেন , বিশ্ববিদ্যালয় পরিক্রমা’র সম্পাদক ও প্রকাশক মো. হারুন আর রশীদ , বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সদস্য আহসান উল্লাহ হাসান, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগ নেতা বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক মোহনপুর পর্যটন লিমিটেড এমডি কাজী মিজানুর রহমান ,মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী ও ঢাকা মহানগর উত্তর গুলশান থানা আওয়ামী যুবলীগের সহ সভাপতি এবং বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মাহবুবর রহমান,মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী, উপজেলা আওয়ামী যুবলীগের কার্যনির্বাহী সদস্য, বিশিষ্ট ব্যাবসায়ী আলহাজ্ব নাছির উদ্দীন মিয়ার, ইঞ্জিনিয়ার হারিছ মাহমুদ দ্বীপন, ইঞ্জিনিয়ার মো জামাল হসেন নাহিদ,ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন ,রিয়াদুল আলম রিয়দ, আল আমিন খান জুয়েলসহ আরো অনেকে ছিলেন।

image_pdfimage_print