Home জাতীয় পর্যবেক্ষক পাঠাচ্ছে ভারত

পর্যবেক্ষক পাঠাচ্ছে ভারত

39
0
SHARE

বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক : বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে ভারত। দেশটির নির্বাচন কমিশনের ৩-৪ সদস্যের একটি পর্যবেক্ষক দল নির্বাচন পর্যবেক্ষণ করবেন।

দেশটির প্রধান নির্বাচন কমিশনার সুনীল অরোরাকে উদ্ধৃত করে এ তথ্য জানানো হয় বলে ভারতে বাংলাদেশ হাইকমিশন নিশ্চিত করেছে।

বাসস জানায়, বুধবার বাংলাদেশ হাইকমিশনার সৈয়দ মুয়াজ্জেম আলীর সঙ্গে ভারতের প্রধান নির্বাচন কমিশনার সুনীল অরোরার মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে পর্যবেক্ষক পাঠানোর কথা জানান তিনি।

নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন থেকে জানানো হয়, আসন্ন নির্বাচনের কাছাকাছি সময়ে ভারতের নির্বাচন কমিশন ৩-৪ সদস্যর একটি পর্যবেক্ষক দল বাংলাদেশে পাঠাবে বলে নিশ্চিত করেছে।

হাইকমিশন সূত্র বলছে, ভারতের সরকার পর্যবেক্ষক দল পাঠাতে এরই মধ্যে বাংলাদেশ নির্বাচন কমিশনের কাছে অনুমতি চেয়েছে।

তবে আসন্ন নির্বাচন পর্যবেক্ষণ করতে দেশিয় এবং আন্তর্জাতিক গণমাধ্যমের সাংবাদিকরা ভারত থেকে বাংলাদেশে আসার জন্য হাইকমিশনে ভিসার জন্য আবেদন করেছে।

হাইকমিশন সূত্রে বলা হয়েছে বিবিসি, সিএনএনসহ প্রায় ৪০ জনের বেশি সাংবাদিক ভিসার জন্য আবেদন করেছেন।

image_pdfimage_print