
বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : কভিড-১৯ করোনাভাইরাসে আক্রান্ত রোগী বাড়তে থাকায় বাংলাদেশে অধিকাংশ নিত্য পণ্যের দাম বেড়ে গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার করোনাভাইরাসের কারণে দেশের সাধারণ জনগণকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ আছে। আতঙ্কিত হয়ে বাজারের ওপর চাপ সৃষ্টি না করতে তিনি সবার প্রতি আহ্বান জানিয়েছেন।