Home জাতীয় পলিথিন কারখানার আগুন নিয়ন্ত্রণে

পলিথিন কারখানার আগুন নিয়ন্ত্রণে

37
0
SHARE

বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক :রাজধানীর পুরান ঢাকার সোয়ারিঘাটের পলিথিন কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। বৃহস্পতিবার সকাল ১০টা ২৫ মিনিটে এই আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট পৌনে এক ঘণ্টার মতো চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম।

তিনি বলেন, ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে কীভাবে এই আগুন লেগেছে কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ এখন পর্যন্ত জানা সম্ভব হয়নি।

image_pdfimage_print