Home পরিবেশ প্রকৃতি পাঁচ বিভাগে ৪৮ ঘণ্টার তাপপ্রবাহের সতর্কবার্তা

পাঁচ বিভাগে ৪৮ ঘণ্টার তাপপ্রবাহের সতর্কবার্তা

289
0
SHARE

রোদ থেকে বাঁচতে অভিভাবকের ওড়না মাথায় দিয়ে হাঁটছে শিশুটি। নন্দনকানন এলাকা, চট্টগ্রাম, ১৫ মে
পরিক্র্মা ডেস্ক :
রোদ থেকে বাঁচতে অভিভাবকের ওড়না মাথায় দিয়ে হাঁটছে শিশুটি। নন্দনকানন এলাকা, চট্টগ্রাম, ১৫ মেছবি: সৌরভ দাশ

দেশের ৫ বিভাগে আগামী ৪৮ ঘণ্টার জন্য তাপপ্রবাহের সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ বুধবার সন্ধ্যা ছয়টায় এ সতর্কবার্তা দেওয়া হয়েছে।

যে পাঁচ বিভাগে তাপপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হয়েছে, সেগুলো হলো রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা ও বরিশাল। আবহাওয়া অধিদপ্তর বলছে, জলীয় বাষ্প বেশি থাকার কারণে তাপপ্রবাহের এলাকাগুলোতে অস্বস্তিকর পরিস্থিতি থাকতে পারে।

এপ্রিল মাসজুড়ে চলা টানা তাপপ্রবাহের পর চলতি মাসের শুরু থেকে বৃষ্টি শুরু হয়, কমতে থাকে তাপপ্রবাহ। এরপর আবার প্রায় তিন দিন ধরে তাপপ্রবাহ শুরু হয়েছে দেশের বিভিন্ন স্থানে।

আগামী সোমবারের দিকে দক্ষিণ–পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিবায়ুর আবর্তন তৈরি হতে পারে বলে জানান মুহাম্মদ আবুল কালাম মল্লিক। তিনি বলেন, পরে তা শক্তিশালী হওয়ার সম্ভাবনা আছে।

আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ ডিগ্রি সেলসিয়াস। আর রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

image_pdfimage_print