Home ব্রেকিং পাইকগাছায় সাংবাদিকদের সাথে ইউএনও’র অশোভন আচারণ

পাইকগাছায় সাংবাদিকদের সাথে ইউএনও’র অশোভন আচারণ

37
0
SHARE

বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক :একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সহকারী রিটার্নিং অফিসার ও খুনার পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না স্বেচ্ছাচারিতা ও অনিয়মে স্থানীয় সাংবাদিকরা বঞ্চিত হলো জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে। সহকারী রিটার্নিং কর্মকর্তার অশোভন আচারণে সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

জাতীয় ও আঞ্চলিক পত্রিকা এবং বিভিন্ন বার্তা সংস্থায় উপজেলায় কর্মরত সাংবাদিকগণ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষণের জন্য আবেদন পত্র সহ পত্রিকার আইডি কার্ড ও মটর সাইকেলের বৈধ কাগজের ফটোকাপি ও ছবি জমা দেন। পর্যবেক্ষণ অনুমতি কার্ড এর জন্য সহকারী রিটার্নিং অফিসার জুলিয়া সুকায়নার সাথে যোগাযোগ করা হলে তিনি ৩ দিন ঘুরিয়ে সাংবাদিকদের সাথে অশোভন মূলক আচারণ করেন। গত ২৮ ও ২৯ ডিসেম্বর সাংবাদিকরা কার্ড সংগ্রহের জন্য তার দপ্তরে গেলে তিনি এ অশোভন মূলক আচারণ করেন। ফলে জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে বঞ্চিত সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এ ঘটনায় ৩১ ডিসেম্বর সম্মেলিত পাইকগাছা উপজেলা সাংবাদিক জোট এর উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিবাদ সভায় সাংবাদিকদের সাথে অশোভন মূলক আচারণ করায় তীব্র নিন্দা জ্ঞাপন করে তার প্রত্যাহার চেয়ে বক্তব্য রাখেন সাংবাদিকরা। এ সময় সাংবাদিকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪ দিন আগে থেকেই আবেদনকারী সাংবাদিকরা তার দপ্তরে খোঁজ নিলে তিনি কোনো সন্তোষজনক উত্তর না দিয়ে অশোভন মূলক আচারণসহ হয়রানি করেন।

ভূক্তভোগী সাংবাদিকরা জানান, ২৮ ডিসেম্বর তার অফিসে গেলে তিনি জানান কার্ড এখনো আসেনি, আসলে দেওয়া হবে, এ কার্ডতো আপনাদের জন্য, আসলে পরে দেওয়া হবে। তিনি আরো বলেন, আপনারা কেনো এসেছেন, আপনাদের কি আমি ডেকেছি। তার পরে দিন ২৯ ডিসেম্বর সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না নিকট সাংবাদিকরা যোগাযোগ করলে জানানো হয় আপনার কেনো এসেছেন, আমি কি আপনাদের ডেকেছি, এখনও কার্ড আসেনি, জেলা প্রশাসক (ডিসি) স্যারের সাথে যোগাযোগ করেন। সহকারী রিটার্নিং কর্মকর্তা স্বেচ্ছাচারিতা করে ক্ষমতার অপব্যবহার করেছেন বলে সাংবাদিকরা তাদের বক্তব্যে উল্লেখ করেন। সাংবাদিকরা আরো অভিযোগ করেন, চাঁদাবাজীর অভিযোগে অভিযুক্ত ও স্বাধীনতা বিরোধী পক্ষের সাংবাদিকদের পর্যবেক্ষণ কার্ড প্রদান করেছেন বলে অভিযোগ উঠেছে সহকারী রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে।

সম্মেলিত পাইকগাছা সাংবাদিক জোট (পাইকগাছা-কপিলমুনি) এর আহবায়ক প্রকাশ ঘোষ বিধানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক শেখ আব্দুল গফুর, শেখ মোসলেম উদ্দীন বাদশা, শেখ দ্বীন মাহমুদ, দৈনিক ভোরের পাতা ও বার্তা সংস্থা পিএনএস বাংলা প্রতিনিধি মহানন্দ অধিকারী মিন্টু, রফিকুল ইসলাম, পলাশ কর্মকার, শেখ সেকেন্দার আলী, তপন পাল, একে আজাদ, জিএম মোস্তাক আহম্মেদ, প্রবীর জয়, জগদীশ দে, দীপ অধিকারী, সাইফুল ইসলাম ও রিপন হোসেন প্রমুখ।

image_pdfimage_print