Home জাতীয় পাওয়ার সেলের ডিজির দুঃখ প্রকাশ

পাওয়ার সেলের ডিজির দুঃখ প্রকাশ

35
0
SHARE

নিজস্ব প্রতিবেদক :

পাওয়ার সেলের ডিজি মোহাম্মদ হোসাইন তার ফেসবুক পেইজে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন। আজ সোমবার তিনি তার ফেসবুক পেইজে গ্রাহকদের উদ্দেশ্যে লিখেছেন ‘সম্মানিত গ্রাহকবৃন্দের সদয় অবগতির জন্য জানাচ্ছি যে, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে বিশেষ করে ইউক্রেন যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানির অস্বাভাবিক মুল্য বৃদ্ধি এবং সরবরাহ চেইন মারাত্মকভাবে ব্যহত হচ্ছে। এর ফলে আমাদের মত দেশসমুহ তো বটেই এমনকি উন্নত বিশ্বে ও বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি মারাত্মকভাবে বিগ্নিত হচ্ছে।

শ্রীলঙ্কা, পাকিস্তান এসব দেশের পরিস্থিতি আপনারা নিশ্চয়ই অবহিত রয়েছেন। জাপান, অস্ট্রেলিয়ার মত উন্নত দেশগুলোকে ও বিদ্যুৎ সরবরাহে পরিকল্পিতভাবে রেশনিং করতে হচ্ছে। আমরাও এ সংকটের বাইরে নই। তারপরেও বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর দুরদর্শী নেতৃত্বের কারণে আমাদেরকে এত কঠিন পরিস্হিতিতে পড়তে হয়নি। কিন্তু বর্তমানে গ্যাস স্বল্পতার কারণে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে বিধায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হচ্ছে।

আসুন বিষয়টি অনুধাবন করে আমরা সবাই মিলে এ পরিস্থিতি মোকাবেলা করি।মাননীয় প্রধানমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে আমরা বিদ্যুৎ সাশ্রয়ী হই। আপনাদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করছি। বিশেষ করে আমার কাছে আমার হাজিগঞ্জ -শাহরাস্তিবাসীর প্রত্যাশার প্রতি শ্রদ্ধা রেখে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং ধৈর্য্য ধারনের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি । আশা করি খুব শীঘ্রই আমরা এ পরিস্থিতির উত্তরন ঘটাতে পারবো। আপনাদের সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ।

image_pdfimage_print