Home খেলাধূলা পাকিস্তানকে হারিয়ে দ. আফ্রিকার সিরিজ জয়

পাকিস্তানকে হারিয়ে দ. আফ্রিকার সিরিজ জয়

49
0
SHARE

বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক : জোহানেসবার্গে রবিবার (৩ ফেব্রুয়ারি) পাকিস্তানকে ৭ রানে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা।

দক্ষিণ আফ্রিকার ফেহলুকাইয়ো বল হাতে শেষ ওভারে শেষ ৫ বলে মাত্র ২ রান খরচ করে দুই উইকেট তুলে নেন। তবে তার আগ পর্যন্ত ম্যাচের ভাগ্য সুতোয় ঝুলছিল। প্রথম বলেই বাউন্ডারি হাঁকিয়ে লক্ষ্য ১১ রানে নামিয়ে আনেন বাবর আজম। কিন্তু ব্যক্তিগত ৯০ রানে বাবর বিদায় নিলে পকিস্তান আর ম্যাচে ফিরতে পারেনি।

এর আগে দক্ষিণ আফ্রিকা ইনিংসের ভিত্তি গড়ে দেন রিজা হ্যানড্রিকস ও অভিষিক্ত জানিমান মালান। এই দুজনকে ভুগিয়েছেন পাকিস্তানি বাঁহাতি স্পিনার ইমাদ ওয়াসিম। চার ওভারের স্পেলে ১৭টি ডট দিয়ে মাত্র ৯ রান খরচ করেছেন তিনি। শাহিন আফ্রিদিও বল হাতে বেশ ভুগিয়েছেন এই জুটিকে।

তকে স্বাগতিকদের চাপ থেকে মুক্ত করেন মিলার। তার ২৭ বলে ৪৫ রানের সুবাদে ৩ উইকেটে ১৮৮ রান তুলে দক্ষিণ আফ্রিকা।

image_pdfimage_print