
রাজধানীর পুরান ঢাকায় ১ হাজার অসহায়, দরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিয়েছে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ৭৫’এ ১৫ আগস্ট সকল শহীদ স্মরণে এসব ত্রাণ সহায়তা দেয়া হয়।
শনিবার (২৮ আগস্ট) রাজধানীর জজ কোর্ট প্রাঙ্গণে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ৩৬ নম্বর ওয়ার্ডের উদ্যোগে ৫ শতাধিক পরিবারকে ত্রাণ সহায়তা দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল। ঢাকা দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইনুদ্দিন রানার সভাপতিত্বে ভারপ্রাপ্ত সাধারণ এইচ এম রেজাউল করিম রেজা অনুষ্ঠান সঞ্চালনা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এ্যাডভোকেট মামুনুর রশিদ, হাবিবুর রহমান পবন, সাংগঠনিক মশিউর রহমান চপল, ঢাকা দক্ষিণ যুবলীগের সহ-সভাপতি সোহরাব হোসেন, মোরসালিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক মাকছুদুর রহমান, প্রচার সম্পাদক আরমানুল হক বাবু প্রমূখ।
এর আগে লালবাগ থানাধীন ৩০ নং ওয়ার্ড যুবলীগের উদ্যোগে ইমামগঞ্জে ৫ শতাধিক অসহায় ও দুঃস্থ মানুষের মাঝেও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।