
জারিয়া-ময়মনসিংহ রেল পথে নেত্রকোনার পূর্বধলায় জারিয়া রেল গেইটে জারিয়া লোকাল ট্রেন লাইনচ্যুত হয়েছে।
মঙ্গলবার (১৭নভেম্বর) সকাল ৮টার দিকে ২৭২ নং ডাউন ট্রেনটি ময়মনসিংহ থেকে জারিয়া স্টেশনের কাছে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের রেল গেইটে পৌঁছলে ইঞ্জিনের প্রথম ৪টি চাকা লাইনচ্যুত হয়।
এতে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কে সকল প্রকার যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ট্রেন যাত্রীসহ দুর্ভোগে পড়েন হাজারো মানুষ।
এদিকে এ রেল পথে ঢাকা-ময়মনসিংহ বলাকা কমিউটার ট্রেনটিও নির্ধারীত সময়ে জারিয়া আসতে না পারায় ওই টেনের যাত্রীরাও দুর্ভোগ পোহাচ্ছেন।
পূর্বধলা রেল স্টেশনের বুকিং সহকারী মো. আব্দুল মোমেন জানান দুর্ঘটনাকবলিত ট্রেনটিকে উদ্ধারের জন্য ময়মনসিংহ থেকে রিলিফ ট্রেন
ঘটনাস্থলে রওনা দিয়েছে।