Home জাতীয় প্রতিটি অফিসে কর্মজীবী নারীদের শিশুর জন্য ডে কেয়ার সেন্টার থাকা উচিত: বিদ্যুৎ...

প্রতিটি অফিসে কর্মজীবী নারীদের শিশুর জন্য ডে কেয়ার সেন্টার থাকা উচিত: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

41
0
SHARE

বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক  বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড-আরইবি’র প্রধান কার্যালয়ে কর্মজীবী মহিলাদের শিশুর জন্য ডে কেয়ার সেন্টার উদ্বোধন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। উদ্বোধনের পর বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, প্রতিটি সরকারী-বেসরকারী অফিসে কর্মজীবী মায়েদের জন্য ডে কেয়ার সেন্টার থাকা দরকার।’

কর্মজীবী মহিলাদের শিশুদের নিরাপত্তা ও সুষ্ঠু বিকাশে এমন ডে কেয়ার সেন্টার দারুণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

উন্নত দেশ হতে গেলে দেশের নারী-পুরুষ সবার অংশগ্রহণেই তা করতে হবে। এখন অনেক নারী ব্যবসা-বাণিজ্য, চাকরি করছেন এবং অনেকেই উদ্যোক্তা হচ্ছেন।

নারীরা যত বেশি অর্থনৈতি কর্মকাণ্ডে যুক্ত হচ্ছেন ততই নারীর ক্ষমতায়ন নিশ্চিত হচ্ছে।

আশার কথা হলো বাংলাদেশ নারীর ক্ষমতায়নে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবার শীর্ষে।

দু:খজনক হলেও সত্যি, অনেক নারীকে সন্তান লালন-পালনের জন্য মাঝপথে চাকরি বা ব্যবসা-বাণিজ্য থেকে সরে আসতে হয়। নারীর কর্মক্ষেত্রে তাদের সন্তানদের জন্য একটা ভালো ডে কেয়ার সেন্টার থাকলে এ সমস্যা হতো না।

কর্মজীবী মহিলাদের শিশুর নিরাপত্তা এবং লালনপালনের জন্য বিদ্যুৎ বিভাগের প্রতিটি অফিসে এমন ডে কেয়ার সেন্টার স্থাপতি হবে বলে বিদ্যুৎ প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন।

image_pdfimage_print