Home ব্রেকিং প্রায় এক বছর আগে বিয়ের আর্শিবাদ অনুষ্ঠান আদিবাসী ছেলে শ্রী রানা তাতি...

প্রায় এক বছর আগে বিয়ের আর্শিবাদ অনুষ্ঠান আদিবাসী ছেলে শ্রী রানা তাতি (২৬) ও মেয়ে লিমা তাতির (১৮)। এমনকি ছেলে পক্ষকে (বর) নগদ ৫০হাজার টাকাও দেয়া হয়। এরপরও বিয়ের আনুষ্ঠানিকতা ও নববধূকে ঘরে তুলতে তালবাহানা করে রানা তাতির পরিবার। একপর্যায়ে লিমা তাতির পরিবার থানা পুলিশের সহযোগিতা চাইলে ওসির মধ্যস্থতায় থানা চত্বরেই তাদের বিয়ে সম্পন্ন করা হয়। একইসঙ্গে ওসি উপস্থিত সবাইকে মিষ্টি খাইয়ে এই দম্পতির জন্য আর্শিবাদও কামনা করেন। ঘটনাটি বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের আদিবাসী পল্লী হাতিগাড়া গ্রামের। শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির জানান, ওই গ্রামের মৃত নির্মল তাতির ছেলে শ্রী রানা তাতির সঙ্গে একই গ্রামের রঞ্জিত কুমার তাতির মেয়ে লিমার বিয়ে বছরখানেক আগে ঠিক হয়। বিয়েতে ১লাখ ৭০হাজার টাকার মধ্যে ৫০হাজার টাকা পরিশোধও করেন লিমার পরিবার। কিন্তু এরপরও থেকেই বিয়ের আনুষ্ঠানিকতা ও নববধূকে ঘরে তুলতে তালবাহানা করতে থাকে রানার পরিবার। একপর্যায়ে উপায়অন্ত না পেয়ে থানায় অভিযোগ করেন লিমা তাতির পরিবার। পরে গত ০২ফেব্রুয়ারি উভয়পক্ষকে থানায় ডাকা হয় এবং সমস্যাগুলো নিরসন করে থানা চত্বরেই বিয়ে সম্পন্ন করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

36
0
SHARE

বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক : প্রায় এক বছর আগে বিয়ের আর্শিবাদ অনুষ্ঠান আদিবাসী ছেলে শ্রী রানা তাতি (২৬) ও মেয়ে লিমা তাতির (১৮)। এমনকি ছেলে পক্ষকে (বর) নগদ ৫০হাজার টাকাও দেয়া হয়। এরপরও বিয়ের আনুষ্ঠানিকতা ও নববধূকে ঘরে তুলতে তালবাহানা করে রানা তাতির পরিবার। একপর্যায়ে লিমা তাতির পরিবার থানা পুলিশের সহযোগিতা চাইলে ওসির মধ্যস্থতায় থানা চত্বরেই তাদের বিয়ে সম্পন্ন করা হয়। একইসঙ্গে ওসি উপস্থিত সবাইকে মিষ্টি খাইয়ে এই দম্পতির জন্য আর্শিবাদও কামনা করেন। ঘটনাটি বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের আদিবাসী পল্লী হাতিগাড়া গ্রামের।

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির জানান, ওই গ্রামের মৃত নির্মল তাতির ছেলে শ্রী রানা তাতির সঙ্গে একই গ্রামের রঞ্জিত কুমার তাতির মেয়ে লিমার বিয়ে বছরখানেক আগে ঠিক হয়। বিয়েতে ১লাখ ৭০হাজার টাকার মধ্যে ৫০হাজার টাকা পরিশোধও করেন লিমার পরিবার। কিন্তু এরপরও থেকেই বিয়ের আনুষ্ঠানিকতা ও নববধূকে ঘরে তুলতে তালবাহানা করতে থাকে রানার পরিবার। একপর্যায়ে উপায়অন্ত না পেয়ে থানায় অভিযোগ করেন লিমা তাতির পরিবার। পরে গত ০২ফেব্রুয়ারি উভয়পক্ষকে থানায় ডাকা হয় এবং সমস্যাগুলো নিরসন করে থানা চত্বরেই বিয়ে সম্পন্ন করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

image_pdfimage_print