Home আন্তর্জাতিক প্রিয়াঙ্কার স্বামীর আগাম জামিন

প্রিয়াঙ্কার স্বামীর আগাম জামিন

35
0
SHARE

বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক : অর্থ তছরুপের মামলায় আগাম জামিন পেলেন ভারতের বিরোধী দল কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী রবার্ট ভদ্র।

শনিবার শুনানি শেষে আগামী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত অন্তর্বতীকালীন জামিন মঞ্জুর করেন দিল্লির একটি আদালত।

তবে আগামী ৬ ফেব্রুয়ারি তাকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) মুখোমুখি হতে হবে। আদেশে এ কথা জানিয়েছেন আদালত।

রবার্টের বিরুদ্ধে অভিযোগ, লন্ডনে ১৯ লাখ পাউন্ড মূল্যের সম্পত্তি সংক্রান্ত একটি চুক্তি নিয়ে অনিয়ম করেছেন তিনি। আর এই অভিযোগের ভিত্তিতেই প্রিয়াঙ্কা গান্ধীর স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করে ইডি।

উল্লেখ্য, ক’দিন আগেই কংগ্রেসের তরফে ঘোষণা করা হয়েছে, সক্রিয় রাজনীতিতে যোগ দিচ্ছেন প্রিয়াঙ্কা। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী তাকে দলের সাধারণ সম্পাদক নিযুক্ত করে পূর্ব উত্তরপ্রদেশের ভার দিয়েছেন। অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্বাচনী কেন্দ্র বারাণসীতেও কংগ্রেসের হয়ে দায়িত্ব সামলাতে দেখা যাবে সোনিয়া-কন্যাকে। সূত্র: ইন্ডিয়া টিভি নিউজ

image_pdfimage_print