Home জাতীয় প্রয়োজন ছাড়া গাড়ি নিয়ে রাস্তায় নামলেই জরিমানা: ডিএমপি

প্রয়োজন ছাড়া গাড়ি নিয়ে রাস্তায় নামলেই জরিমানা: ডিএমপি

36
0
SHARE

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণরোধে সরকার ঘোষিত সাধারণ ছুটিতে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার জন্য পরামর্শ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

যুক্তিসংগত কারণ ছাড়া অহেতুক গাড়ি নিয়ে রাস্তায় নামলেই জরিমানা গুনতে হবে।

ইতোমধ্যে যারা যুক্তিসংগত কারণ ছাড়া গাড়ি নিয়ে বাইরে বের হয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ তাদের বিরুদ্ধে ২০১৮ সালের সড়ক পরিবহন আইনের ৯২(১) ধারানুসারে ব্যবস্থা গ্রহণ করছে।

ডিএমপির ট্রাফিক বিভাগ ২৬ মার্চ, ২০২০ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত ২০১৮ সালের সড়ক পরিবহন আইনের ৯২(১) ধারায় ৩৪৪৫ টি মামলা রুজু করেছে। আর জরিমানা আদায় করেছে ৬৩ লক্ষ ৪১ হাজার টাকা।

করোনা ভাইরাসের বিস্তাররোধে বিনা প্রয়োজনে বাইরে না যাওয়ার জন্য সম্মানিত নগরবাসীকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অনুরোধ করছে।

রাস্তায় প্রয়োজন ব্যতীত গাড়ি নিয়ে বের হলে তাদের বিরুদ্ধে এ আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

 

image_pdfimage_print