Home ব্রেকিং ফরিদপুরের ডিসিকে যে হুঁশিয়ারি দিলেন এমপি নিক্সন!

ফরিদপুরের ডিসিকে যে হুঁশিয়ারি দিলেন এমপি নিক্সন!

39
0
SHARE

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন পরবর্তী বিজয় সমাবেশে জেলা প্রশাসক ও স্থানীয় সহকারী কমিশনার (ভূমি) কে হুঁশিয়ারি করেছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরী।

রবিবার (১১ অক্টোবর) উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এক সমাবেশে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

নিক্সন বলেন, ‘ওই জেলা প্রশাসক এ নির্বাচনে ১২ জন ম্যাজিস্ট্রেট দিয়ে নৌকা সমর্থকদের গ্রেফতার করে পিটিয়েছে। মাত্র চারটি ইউনিয়নে ১২ জন ম্যাজিস্ট্রেট দিয়ে আমার নেতা-কর্মীদের যেখানে পাইছে সেখানে তাদের ওপর হামলা করা হয়েছে।’

হুঁশিয়ার করে দিয়ে সাংসদ বলেন, ‘ফরিদপুরে অনেক বড় নেতার পতন হইছে, ওই বরকত-রুবেলের যত অন্যায়, যত দুর্নীতি তার সাথে জেলা প্রশাসনের লোক জড়িত ছিল। বরকত-রুবেলের বিচারে হলে ওই জেলা প্রশাসকেরও বিচার হবে। কারণ ওই দিপু খাঁর (প্রধান প্রতিদ্বন্দ্বী কে এম ওবায়দুল বারী) বালির ব্যবসার ভাগ ওই জেলা প্রশাসক পায়।’

নিক্সন বলেন, ‘জেলা প্রশাসক যত বড় উপদেষ্টার নাতি হোন না কেন আপনি নিক্সন চৌধুরীর সাথে চোখ রাঙাইয়া কথা বলবেন না। আমি যদি জনগণ নিয়া আপনার বিরুদ্ধে আন্দোলনে নামি, নেতা-কর্মীদের নিয়ে নামি তবে আপনি এক মিনিট দম নেয়ার সুযোগ পাবেন না।’

বক্তব্যের এক পর্যায়ে জেলা প্রশাসকের বিরুদ্ধে আপত্তিকর স্লোগান দিতে শুরু করেন সমবেত নিক্সন অনুসারীরা।

সূত্রে জানা গেছে, নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশ আয়োজনের জন্য নির্বাচন কমিশেনের চাহিদা অনুযায়ী চরভদ্রাসন উপঝেলা নির্বাচনে ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া হয়।

গত ৬ অক্টোবর চরভদ্রাসন উপজেলার নির্বাচন কর্মকর্তা জেলা প্রশাসকের কাছে প্রেরিত ‘চরভদ্রাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন-২০২০ উপলক্ষে সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন পরিচালনা মোট ১২ জন নির্বাহী ম্যাজিস্টেট নিয়োগের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানান।

ওই আবেদনের প্রেক্ষিতে এ উপনির্বাচনে জেলা প্রশাসনের পক্ষ থেকে ১২ জন নির্বাহী ম্যাজিস্টেট নিয়োগ দেয়া হয়।

ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার বলেন, ‘নির্বাচন অবাধ সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে আয়োজনের জন্য নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী ম্যাজস্ট্রেট নিয়োগ দেয়া হয়েছে।’

‘বেশি ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া হলে নির্বাচনে কী সমস্যা হয় তা বোধগম্য নয়’ উল্লেখ করে বলেন, সাংসদ মুজিবর রহমান নিক্সনের হুঁশিয়ারির বিষয়টি তিনি তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। সূত্র : ইউএনবি

image_pdfimage_print