Home জাতীয় ফার্মগেটে বাসের ধাক্কায় ছেলের মোটরসাইকেল থেকে পড়ে মায়ের মৃত্যু

ফার্মগেটে বাসের ধাক্কায় ছেলের মোটরসাইকেল থেকে পড়ে মায়ের মৃত্যু

41
0
SHARE

বিশ্ববিদ্যালয় পরিক্রমা প্রতিবেদক : রাজধানীর ফার্মগেটে বাসের ধাক্কায় ছেলের মোটরসাইকেল থেকে পড়ে সখিনা বেগম (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। বাসচালক শাহ আলমকে আটক করা হয়েছে।

রবিবার বিকেলে ফার্মগেট ফুটওভার ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। তারা রাজধানীর খিলক্ষেত এলাকায় থাকতেন।

শামীমের বরাত দিয়ে পুলিশ জানায়, তেজগাঁওয়ে বোনের বাসায় খাওয়া-দাওয়া শেষে মাকে নিয়ে মোটরসাইকেলে করে বাসার উদ্দেশে রওনা দেন শামীম। পথে ফার্মগেট ফুটওভার ব্রিজের কাছে একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের পেছন থেকে সখিনা বেগম পড়ে যান। পরে বাসটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে ছেলে শামীম অক্ষত রয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তেজগাঁও থানার পরিদর্শক (অপারেশন) হাসনাত খন্দকার বলেন, বাসচালক শাহ আলমকে আটক করা হয়েছে। এছাড়া বাসটি জব্দ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে

image_pdfimage_print