Home জাতীয় ফের প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ পেলেন সজীব ওয়াজেদ জয়

ফের প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ পেলেন সজীব ওয়াজেদ জয়

150
0
SHARE

পরিক্রমা ডেস্ক : প্রধানমন্ত্রীর অবৈতনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা হিসেবে সজীব ওয়াজেদ জয়কে নিয়োগ দেওয়া হয়েছে।

আজ রবিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মো. আহসান কিবরিয়া সিদ্দিকি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এরআগে গত বছরের ২৯ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় পদত্যাগ করেন। তাঁর পদত্যাগপত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রহণ করেন।

একাদশ সংসদ নির্বাচনের পর ২০১৯ সালের ১৫ জানুয়ারি প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ পান সজীব ওয়াজেদ। তাঁর ওই নিয়োগও ছিল অবৈতনিক।

image_pdfimage_print