Home ব্রেকিং বংশালে ৭০০ শীতার্তের পাশে স্বেচ্ছাসেবক লীগ দক্ষিণের সভাপতি রিপন

বংশালে ৭০০ শীতার্তের পাশে স্বেচ্ছাসেবক লীগ দক্ষিণের সভাপতি রিপন

32
0
SHARE

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বংশালে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আলহাজ্ব মোঃ কামরুল হাসান রিপন।

সোমবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় বংশালের ৩৪ নম্বর ওয়ার্ডের নাজিরা বাজার এলাকায় এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন কামরুল হাসান রিপন। এসময় প্রায় ৭০০ পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।

এ বিষয়ে কামরুল হাসান রিপন বলেন, আমি সব সময়ই সাধারণ মানুষের পাশে থাকতে চাই, তাদের জন্য কাজ করতে চাই। বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে মানুষের সেবা করছি। ভবিষ্যতেও এই সেবার পরিমান বৃদ্ধি পাবে।

অনুষ্ঠানে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কৃষি ও সমবায় সম্পাদক আব্দুর রহমান, ধর্ম সম্পাদক হাজ্বী মোঃ ইসমাইল হোসেন এবং ৩৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নাসির উল্লাহ ওয়ালিদ।

image_pdfimage_print