Home আইন/আদালত বগুড়ায় খামারিকে হত্যা করে গরু-ছাগল লুট

বগুড়ায় খামারিকে হত্যা করে গরু-ছাগল লুট

34
0
SHARE

বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : বগুড়ার শেরপুরে এক খামারিকে হত্যা করে কুরবানির গরু-ছাগল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। নিহত শাজাহান আলী (৫৫) ভবানীপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে ভবানীপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, শাহজাহান আলী কুরবানি উপলক্ষে গরু ও ছাগল কিনে এনে ভবানীপুর বাজারের পশ্চিমপাশের খামারে লালন পালন করছিলেন।

প্রতি বছরই কুরবানির আগে তিনি নিজের খামারে প্রতিপালন করা গরু-ছাগল বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। শুক্রবার রাতে তিনি খামারে ঘুমিয়ে ছিলেন। রাত ২টার দিকে দুর্বত্তরা খামারে ঢুকে তাকে শ্বাসরোধ করে হত্যার পর তিনটি গরু ও একটি ছাগল লুট করে নিয়ে যায়।

এলাকাবাসীর ধারণা, ওই খামারে গরু-ছাগল লুট করতে যাওয়া দুর্বৃত্তদের চিনে ফেলার কারণে শাহজাহান আলীকে হত্যা করা হয়েছে। শেরপুর থানা পুলিশ শনিবার সকালে তার মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

শেরপুর থানার পুলিশ পরিদর্শক বুলবুল ইসলাম জানান, নিহতের পরিবার লাশ দাফনের পর মামলা করবে বলে পুলিশকে জানিয়েছে। ঘটনা জানার পর থেকেই জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার করতে অভিযান শুরু হয়েছে।

image_pdfimage_print