Home রাজনীতি বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন আবদুল মতিন ভূঁইয়া

বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন আবদুল মতিন ভূঁইয়া

40
0
SHARE

গতকাল ৭ সেপ্টেম্বর ২০২১, মঙ্গলবার বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক, সাবেক ছাত্রনেতা, বাঙ্গালী সংস্কৃতি মঞ্চের সাধারণ সম্পাদক, বাংলা একাডেমীর লাইফ মেম্বার, বঙ্গবন্ধু পরিষদের দীর্ঘদিনের সংগঠক, আবৃত্তিশিল্পী আবদুল মতিন ভূঁইয়া।

দেশের বরেণ্য বুদ্ধিজীবী, মাননীয় প্রধানমন্ত্রীর সাবেক রাজনৈতিক উপদেষ্টা, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক সংসদ সদস্য, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক, কলামিষ্ট গবেষক, বীর মুক্তিযোদ্ধা ডাঃ এস এ মালেক, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের সাবেক চেয়ারম্যান ডিন, অধ্যাপক আ.ব. ম ফারুক।
অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ডেপুটি রেজিষ্ট্রার, সহকারী অধ্যাপক ডাঃ শেখ আবদুল্লাহ আল মামুন, মতিউর রহমান লাল্টু, অধ্যাপক ফিরোজ আহমেদ, রেহান সোবহান।

সভাপতিমন্ডলীর সদস্যবৃন্দের মধ্যে রয়েছেন প্রফেসর আ.আ.ম.স আরেফিন সিদ্দিক, প্রফেসর আখতারুজ্জামান, স্থপতি ইয়াফেস ওসমান, প্রফেসর আবদুল খালেক, সাংবাদিক শফিকুর রহমান প্রমুখ। আজীবন সভাপতিমন্ডলীর সদস্য নির্বাচিত হয়েছেন মাহবুব উদ্দিন আহমদ বীর বিক্রম ও এ্যাডভোকেট মুহাম্মদ দীদার আলী।

image_pdfimage_print