Home ব্রেকিং বর্তমান সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিখার বিষয় কি জানেন ?

বর্তমান সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিখার বিষয় কি জানেন ?

85
0
SHARE

মোঃ মহসিন উদ্দিন : বর্তমান সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কমিউনিকেশন বা যোগাযোগের মাধ্যম হিসেবে ইংলিশ কনভারসেশন পারা।

উচ্চ শিক্ষা, বিদেশ গম্‌ন, ভালো প্রতিষ্ঠানে লেখাপড়া করা, ভালো চাকরি , চাকরিতে পদোন্নতি, ভর্তি যুদ্ধের সফল হওয়া, ব্যবসায় উন্নয়ন , দেশ পরিচালনায় নীতি নির্ধারণ, পেশাগত দক্ষতা, শিক্ষকতায় উন্নয়ন, স্মার্ট ও প্রেজেন্টেবল ব্যক্তিত্ব গঠন সব বেলাতেই ভালো মানের ইংলিশ বলতে পারার বিকল্প নেই।

আচ্ছা বলুন তো এমন কোন কাজ আছে কি যা আপনি ২০ বছর ধরে শিখবেন অথচ ৫ মিনিট পারবেন না ? একমাত্র ইংলিশ ল্যাঙ্গুয়েজ ছাড়া আর কোন বিষয় নেই যেটা আমরা বছরের পড় বছর শিখবো কিন্তু পারবো না । যেমন কেউ যদি ডিজিটাল মার্কেটার হতে চায় এক/দুই বছর সময় লাগতে পারে, কেউ যদি ড্রাইভার হতে চায় অল্প কয়দিন সময় লাগতে পারে , কেউ যদি ডাক্তার হতে চায় ৪/৫ বছর সময় লাগতে পারে । কিন্তু কেউ ২০ বছর প্রায় ইংরেজি শেখার পরেও যদি পাঁচ মিনিট ইংলিশ কথা বলতে না পারে তবে বুঝতে হবে নিয়মে ভুল আছে। এই ইংলিশ বলতে না পারার দল কোটি কোটি মানুষ। শুধু এক দুই জন পারে না তেমন না। খবর নিয়ে দেখেন কোটি কোটি মানুষ পারে না , বছরের পর বছর একই ঘটনার পুনরাবিত্তি হচ্ছে ।
যেমন আমরা প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে ক্লাস ফাইভ পর্যন্ত ইংরেজি পড়ি , ক্লাস সিক্সে উঠে প্রথম পত্র ও দ্বিতীয় পত্র হিসেবে আমরা ইন্টারমিডিয়েট পর্যন্ত ইংলিশ পরি। এরপর অনার্স মাস্টার্সে ইংরেজি পড়ি । তারপরও আমরা পাঁচ মিনিট নির্ভুলভাবে ইংলিশ বলতে পারি না ।ইংরেজিটা তো আসলে আমরা শিখেছিলাম একটা ভাষা হিসেবে, যাতে করে যে জায়গায় বাংলা ভাষা ব্যবহার করা যায় না সেখানে যেন আমরা ইংলিশ বলে আমাদের মনের ভাবটা প্রকাশ করতে পারি এবং সফল হতে পারি ।

আমারা বড় প্রশ্ন ছোট প্রশ্ন ব্যাখ্যা রচনা প্যারাগ্রাফ সবই পড়েছি কিন্তু কথা বলার যে মূল বিষয়টা সেটাই আমরা চর্চা করিনা । আপনারা জেনে থাকবেন যে এই পর্যন্ত কোন চাকরির ইন্টারভিউতে কাউকে মুখস্ত করা গরুর রচনা, হৈমন্তীর চরিত্র , বড় প্রশ্ন ব্যাখ্যা জানতে চাওয়া হয়নি । অথচ কত সময় ধরে পড়েছি সে সব। চাকুরির পরিক্ষায় জানতে চাওয়া হয় নিজের সম্পর্কে ইংলিশ এ কিছু বলুন। আমরা সেটাই স্কুল কলেজ গুলতে বিগত দিনে শিখি নাই।

আমি মোঃ মহসিন উদ্দিন , প্রতিষ্ঠাতা Mohsin’s Smart English Learning London ,
London Metrocity College UK , London Education for Development UK ,
আমি একজন শিক্ষাউদ্যোক্তা ও স্পোকেন ইংলিশ শিক্ষক ।

আমি দীর্ঘ প্রায় তিন দশক বাংলাদেশে এবং লন্ডনে এডুকেশন অ্যান্ড ডেভলপমেন্ট নিয়ে কাজ করছি একজন স্পোকেন ইংলিশ শিক্ষক হিসাবে।

লন্ডনেই কাজ করছি দুই যুগেরও বেশি । আমার এই দীর্ঘদিনের অভিজ্ঞতায় বলতে পারি একজন শিক্ষার্থী যদি সঠিক গাইড লাইন পায়, সঠিক উপকরণ পায় এবং সঠিকভাবে চর্চা করে তাহলে অল্প কিছুদিনের মধ্যেই সে ইংলিশ কমিউনিকেশনে পারদর্শী হয়ে উঠবে এবং সে তার জীবনের যত সুপ্ত প্রতিভাগুলো আছে সেগুলোকে দেশে এবং বিদেশে আরো বেশি প্রসারিত করতে পারবে।

ভালো মানের ইংরেজি পারলে বিদেশে যেমন সফল হওয়া যায় তেমনি দেশেও অনেক ভালো কিছু করা যায় । আমি বিশ্ববিদ্যালয় পরিক্রমা পত্রিকার মাননীয় সম্পাদককে ধন্যবাদ জানাই এই সেরা মেধাবী শিক্ষার্থীদের ইংলিশ শেখার উদ্যোগের জন্য।

এই পত্রিকার মাধ্যমে আমি আগামী ১০ দিন ১০ টি ফ্রি ভিডিও দিব যাতে করে English Conversation কেমন করে শিখতে হবে কিভাবে সেটা দ্বারা সর্বোচ্চ উপকার পাওয়া যাবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে । সবাইকে বিশ্ববিদ্যালয় পরিক্রমা’র সাথে থাকার জন্য ধন্যবাদ

M Mohsin Uddin
Founder & Hear of Establishment
Mohsin’s Smart English Learning
Email: mohsinlmc@yahoo.co.uk
Mob : 00447944309308 ( WhatsApp)

image_pdfimage_print