Home ব্রেকিং বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তিকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া……আলহাজ্ব এড.নুরুল...

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তিকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া……আলহাজ্ব এড.নুরুল আমিন রুহুল এমপি

35
0
SHARE

শামসুজ্জামান ডলারঃ মতলব উত্তর উপজেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষর্থীদের নিয়ে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক কুইজ প্রতিযোগীতার পুরস্কার বিতরন সম্পন্ন হয়।
২৭ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে উপজেলা হলরুমে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরস্কার বিতরন করেন চাঁদপুর-২ নির্বাচনী আসনের সংসদ সদস্য আলহাজ্ব এড.নুরুল আমিন রুহুল।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেছেন, বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তিকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া।

তিনি আরো বলেন, ‘নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে বিশ্ব এগিয়ে যাচ্ছে। তার সঙ্গে তাল মিলিয়েই আমাদের চলতে হবে। আমাদের অর্থনীতি কৃষিনির্ভর। কাজেই এই কৃষিকে যেমন যান্ত্রিকীকরণের মাধ্যমে উন্নত করতে হবে, পাশাপাশি শিল্পায়নও আমাদের দরকার।’

উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসানের সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক ঢালী কামরুজ্জামান হারুণের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।

উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল কাইয়ুম খান, মতলব উত্তর থানার ওসি(তদন্ত) সানোয়ার হোসেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান শহীদ উল্লা প্রধান, বাংলাদেশ আওয়ামীলীগের উপ-কমিটির সদস্য আরিফ উল্যাহ সরকার,অধ্যক্ষ জাকির হোসেন, সিনিয়র শিক্ষক জাকির হোসেন, শিক্ষার্থী নুশরাত জাহান প্রমূখ।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ ও শিক্ষার্থীগন।

image_pdfimage_print