Home ব্রেকিং বাঁশ ঝাড়ের ঝোপ থেকে নবজাতক উদ্ধার!

বাঁশ ঝাড়ের ঝোপ থেকে নবজাতক উদ্ধার!

48
0
SHARE

তাহিরপুরে বাঁশ ঝাড়ের ঝোপ থেকে এক নবজাতক শিশু কন্যাকে উদ্ধার করেছে সুনামগঞ্জের দিরাই থানা পুলিশ। শনিবার রাতে ওই শিশু কন্যাকে উদ্ধারের পর চিকিৎসা সেবার জন্য উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করা হয়।

দিরাই থানার ওসি কেএম নজরুল ইসলাম রাতেই এ তথ্য নিশ্চিত করেন। ওসি আরও জানান, দিরাই পৌরশহরে মজলিশপুরের জনৈক ব্যাক্তির বসতবাড়ির পেছনে থাকা বাঁশ ঝাড়ের ঝোপ থেকে শিশুর কান্নার আওয়াজ পেয়ে মহল্লাবাসী থানা পুলিশকে রাত সাড়ে ১১টার দিকে খবর দেন।

খবর পেয়ে থানা পুলিশ নবজাতক শিশু কন্যাকে উদ্ধার করে চিকিৎসাসেবার জন্য তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে গিয়ে ভর্তি করান।

তিনি আরও বলেন, নবজাতকের নাভিতে ক্লিপ লাগানো ছিলো, ধারণা করা হচ্ছে কোন প্রশিক্ষণ প্রাপ্ত ধাত্রী দ্বারা এ অনাকাংখিত গর্ভজাত শিশু কন্যাটিকে প্রসব করানোর পর পিতৃ-মাতৃ পরিচয় মুছে ফেলতে তাকে বাঁশ ঝাড়ের ঝোপে ফেলে দেয়া হয়।

image_pdfimage_print