
শামসুজ্জামান ডলার ও জহিরুল হাসান মিন্টুঃ মতলব উত্তরের মেঘনা ধনাগোদা পানি ব্যবস্থাপনা ফেডারেশন ও ইট প্রস্তুতকারী মালিক সমিতির উদ্যােগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
২৩ এপ্রিল শনিবার বিকালে মতলব উত্তর উপজেলা সভাকক্ষে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-২ নির্বাচনী আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট নুরুল আমিন রুহুল। অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এডভোকেট রুহুল আমিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল
মেঘনা ধনাগোদা পানি ব্যবস্থাপনা ফেডারেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এমএ কু্দুস এর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক সরকার মোঃ আলাউদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাজাহান কামাল, ইছামতি পানি ব্যবস্থাপনা এসোসিয়েশনের সভাপতি শাজাহান প্রধান, তিস্তা পানি ব্যবস্থাপনা এসোসিয়েশনের সভাপতি শরীফ উল্যাহ দর্জি প্রমূখ।
অনুষ্টানে ধনাগোদা পানি ব্যবস্থাপনা ফেডারেশন ও এসোসিয়েশনের নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ছেঙ্গারচর পৌরসভার জনপ্রতিনিধিগন, সাংবাদিক, রাজনৈনতিক নেতৃবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা, ইট প্রস্তুতকারী সমিতির নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনী-পেশার মানুষরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘প্রধানমন্ত্রীর দৃঢ় নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে। খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো, আর্থ-সামাজিকসহ সকল ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হচ্ছে। এ কারণে বিশ্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। বাঙালির ভাগ্য পরিবর্তন ও দেশের উন্নয়নে কোনো অপশক্তিই তাকে দমাতে পারবে না। বঙ্গবন্ধু ও বাংলাদেশ যেমন একসূত্রে গাঁথা তেমনি বাংলাদেশের উন্নয়ন ও শেখ হাসিনাও এখন সমার্থক।’
তিনি আরো বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে যতদিন দেশ থাকবে, এদেশ কখনো পথ হারাবে না। শেখ হাসিনার হাত ধরেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ হবে।’
তিনি আরো বলেন, মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের উন্নয়নের জন্য সাড়ে ৩শ’ কোটি টাকার একটি প্রকল্প আমরা সহসাই পাওয়ার আশা করছি। এই প্রকল্পটি হাদে পেলেই আমরা সেচ প্রকল্পের ব্যপক উন্নয়ন করতে পারবো আশা করি। তবে এক্ষেত্রে সমস্যার গুরুত্ব অনুযায়ী অগ্রাধিতার ভিত্তিতে সেচ প্রকল্পের উন্নয়ন কাজ হবে বলে আমরা আশা করি।