Home ব্রেকিং বাংলাদেশ ক্রিকেট দলকে নুরুল আমিন রহুল এমপি শুভেচ্ছা

বাংলাদেশ ক্রিকেট দলকে নুরুল আমিন রহুল এমপি শুভেচ্ছা

40
0
SHARE

নিজস্ব প্রতিবেদকঃ

এক ম্যাচ হাতে রেখেই নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজে জয়লাভ করায় বাংলাদেশ ক্রিকেট দলকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট নুরুল আমিন রহুল এমপি।

বুধবার (৮ সেপ্টেম্বর) অভিনন্দন বার্তায় খেলোয়াড়দের পাশাপাশি ক্রিকেট কোচ ও ক্রিকেট বোর্ড সংশ্লিষ্টদের অভিনন্দন জানিয়েছেন তিনি।

টাইগারদের জয়ের এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে নুরুল আমিন রহুল এমপি আশা প্রকাশ করেন।
প্রথমবারের মত নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে সিরিজ জিতলো বাংলাদেশ। শুরুতে ব্যাট করে ৯৩ রানেই গুটিয়ে যায় সফরকারী নিউজিল্যান্ড। জবাবে ৫ বল বাকি থাকতেই জয়ের বন্দরে নোঙ্গর ফেলে মাহমুদউল্লাহরা। পাঁচ ম্যাচ সিরিজে এখন তারা এগিয়ে ৩-১ ব্যবধানে। সিরিজের শেষ টি-টোয়েন্টি শুক্রবার।

image_pdfimage_print