
পরিক্রমা ডেস্ক : আজ ১৭ইং মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্ম বার্ষিকী এবং জাতীয় শিশু দিবস-২০২৪ উপলক্ষে জাতীয় শিশু-কিশোর চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয় বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্ট ও ট্রাস্ট মডেল একাডেমির উদ্যোগ।
সাবেক পুলিশ কমিশনার, খুলনা ও চট্রগ্রাম রেন্জ্ঞের সাবেক ডিআইজি বীর মুক্তিযোদ্ধা ড.এস.এম মনির-উজ-জামান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের নির্বাহী পরিচালক এবং ট্রাস্ট মডেল একাডেমির প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল নুরে আলম তালুকদারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সালমা সুলতানা এবং মুস্তাকিমা ইসলাম মীম।
অনুষ্ঠানে ট্রাস্ট মডেল একাডেমিসহ রাজধানীর অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক ছাত্র-ছাত্রী এ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন।