
আশিক : বিশ্বকাপ ক্রিকেটে আফগানিস্তানের বিপক্ষে প্রত্যাশিত জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন একাদশ জাতীয় সংসদ সদস্য নূরুল আমিন রুহুল এমপি সাবেক এই ছাত্রনেতা অবিভক্ত ঢাকা মহানগর ছাত্রলীগের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক এর দায়িত্ব পালন করেন।বর্তমানে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহসভাপতি হিসেবে আছেন । আজ সোমবার এক অভিনন্দন বার্তায় খেলোয়াড়দের পাশাপাশি তিনি ক্রিকেট কোচ, ক্রিকেট বোর্ড ও ক্রিকেট সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান।
অভিনন্দন পরিক্রমা নুরুল অমিন রুহুল বলেন , ‘আফগানিস্তানের বিরুদ্ধে আজকের বিজয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জয়ে বিশ্বকাপ ক্রিকেটের আসরে বাংলাদেশ ক্রিকেট দলের শক্তি ও সামর্থ প্রমাণ হয়েছে।’ তিনি আশা প্রকাশ করে বলেন, ‘আগামী সবগুলো ম্যাচে বাংলাদেশ ক্রিকেট দলের বিজয়ের ধারা অব্যাহত থাকবে।’
বাংলাদেশ ক্রিকেট দলকে অনুরূপ অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয় পরিক্রমা নিউজকে দেওয়া নুরুল অমিন রুহুল এমপি এক শুভেচ্ছা বার্তায় এই ভালো খেলার ধারাবাহিকতা বিশ্বকাপের পরবর্তী ম্যাচগুলোতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।