
পরিক্রমা ডেস্ক : বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ পেয়েছেন বিটিসিএলের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্ট) আজম আলী। এছাড়া বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. সাহাব উদ্দিনকে টেলিযোগাযোগ অধিদফতরে জিএম পদে বদলি করা হয়েছে।
গতকাল বুধবার প্রকাশিত উপসচিব এস. এম. তারিক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে আরও জানানো হয়েছে, রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হলো এবং অবিলম্বে এ আদেশ কার্যকর হবে।