Home ক্যাম্পাস খবর বাইউস্টের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

বাইউস্টের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

53
0
SHARE

পরিক্রমা ডেস্ক : বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (বাইউস্ট) এর ত্রয়োদশ একাডেমিক কাউন্সিল সভা বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপাচার্য প্রফেসর ব্রিগেডিয়ার জেনারেল কে এম সালজার হোসেন (অব.) এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় একাডেমিক বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহ গৃহীত হয়। সভায় বাইউস্ট একাডেমিক কাউন্সিলের সদস্য স্থপতি প্রফেসর ড. নিজাম উদ্দিন আহমেদ, উপ-উপাচার্য, জাতীয় বিশ্ববিদ্যালয়; প্রফেসর ড. মোহাম্মদ শামসুল আরেফিন, ডিন (ই সি ই) চুয়েট; প্রফেসর ড. ফারহানা হেলাল মেহতাব, ডিন, আইন অনুষদ, গ্রীন ইউনিভার্সিটি অব বাংলাদেশ; প্রফেসর ড. জি.এম জাহিদ হাসান, এমআইএসটি; কর্নেল প্রফেসর মো. মোশাররফ হোসেন (অব.); রেজিস্ট্রার কর্নেল বদরুল আহসান, পিএসসি (অব.) এবং অন্যান্য সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।

image_pdfimage_print