
কুমিল্লা , ২৭ জানুয়ারি: বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স
এন্ড টেকনোলজি (বাইউস্ট) এর কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের
তত্ত্ববধানে তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা ইন্ডাস্ট্রিয়াল ভিজিট সম্পন্ন করেছে। সিএসই
বিভাগের সহকারী অধ্যাপক মামুন আহমেদ ও প্রভাষক মাঈশা নিশাত বিধুর নেতৃত্বে সোমবার
৫৫ সদস্যের একটি দল কুমিল্লাস্থ গ্রামীনফোন মোবাইল সুইচ সেন্টার ‘মোবাইল
টেলিকমিউনিকেশন সুইচিং অফিস (এমটিএসও)’ পরিদর্শন করেছে। এ সময় উপস্থিত
ছিলেন গ্রামীনফোন কুমিল্লা আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক নাজমুল হাসান ও টেকনিক্যাল
লিড ইঞ্জিনিয়ার মিজানুর রহমান।
ডাটা কমিউনিকেশনের ওপর শিক্ষার্থীদের তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে সিএসই
বিভাগের এ উদ্যোগ। শিক্ষার্থীদের এই সময় সেলুলার কমিউনিকেশনের ওপর তাত্ত্বিক ও ব্যবহারিক
ধারণা প্রদান করা হয়। এতে বইয়ের পাশাপাশি হাতে কলমে কাজ করার সুযোগ পায়
বিশ্ববিদ্যালয়ের লেভেল-৩ ,টার্ম-২ এর শিক্ষার্থীরা।