Home জাতীয় ‘বাঙালির পক্ষে বিশ্ব নেতৃত্ব দেওয়া সম্ভব’

‘বাঙালির পক্ষে বিশ্ব নেতৃত্ব দেওয়া সম্ভব’

35
0
SHARE

বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক : বাঙালি জাতিকে সাহসী ও প্রজ্ঞাবান অভিহিত করে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বাঙালি জাতির পক্ষে বিশ্ব নেতৃত্ব দেওয়া সম্ভব। এ জন্য একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় চতুর্থমাত্রার শিক্ষা পদ্ধতি (এডুকেশন ৪.০) প্রয়োগ করবে বাংলাদেশ।’

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মিরপুর ক্যান্টনমেন্টে ন্যাশনাল ডিফেন্স কলেজে (এনডিসি) এডুকেশন ৪.০ শিক্ষা পদ্ধতি প্রবর্তন উদ্বোধনকালে মন্ত্রী এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে দেশে সর্বপ্রথম এডুকেশন ৪.০ প্রবর্তনের মাধ্যমে ভবিষ্যৎ শিক্ষাপদ্ধতি প্রয়োগে অগ্রপথিকের ভূমিকার জন্য ন্যাশনাল ডিফেন্স কলেজ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। যুগোপযোগী এ পদ্ধতি বাস্তবায়নের জন্য এনডিসিকে সকল সরকারি দপ্তর সব ধরনের সহযোগিতা করবে।’

শিল্প ক্ষেত্রে চতুর্থ বিপ্লব বা ইন্টারনেটের প্রবর্তনের সঙ্গে সঙ্গে চতুর্থমাত্রার শিক্ষা পদ্ধতি আবশ্যক হয়ে উঠেছে মন্তব্য করে মন্ত্রী বলেন, ‘প্রায় সতেরো কোটি মানুষের দেশে এখন প্রায় পনেরো কোটি ইন্টারনেট ব্যবহারকারী, মোবাইল ব্যবহারকারীর সংখ্যাও প্রায় পনেরো কোটি। চতুর্থমাত্রার শিক্ষা পদ্ধতি এ বিশাল জনগোষ্ঠীকে বিশ্ব অঙ্গনে শুধু তাল মিলিয়ে নিতেই সাহায্য করবে না, নেতৃত্ব দিতেও প্রস্তুত করবে।’

কলেজ সচিব ব্রিগেডিয়ার জেনারেল মনিরুল ইসলাম আখন্দ এনডিসিতে এডুকেশন ৪.০ প্রবর্তনের বিষয়ে সবাইকে সম্যক ধারণা দেন। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর ভাইস চ্যান্সেলর মেজর জেনারেল মো. এমদাদ-উল-বারী এডুকেশন ৪.০ এর ধারা এবং সম্ভাব্যতা শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন।

অনুষ্ঠানে ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদ স্বাগত বক্তব্য দেন। ন্যাশনাল ডিফেন্স কোর্স ২০১৯ এর কোর্স মেম্বার এবং উল্লেখযোগ্য সংখ্যক দেশি-বিদেশি উচ্চপদস্থ সামরিক-বেসামরিক কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

image_pdfimage_print