Home খেলাধূলা বাবরকে টপকিয়ে টি-টোয়েন্টিতে শীর্ষে রিজওয়ান

বাবরকে টপকিয়ে টি-টোয়েন্টিতে শীর্ষে রিজওয়ান

34
0
SHARE

পরিক্রমা ডেস্ক : টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে বাবরকে সরিয়ে শীর্ষস্থান দখল করলেন সতীর্থ মোহাম্মদ রিজওয়ান। বুধবার আইসিসি র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদে ৮১৫ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষ উঠেছেন পাকিস্তানের এই ব্যাটার।

চলমান এশিয়া কাপে প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ৪২ বলে ৪৩, পরের ম্যাচে হংকংইয়ের বিপক্ষে ৫৭ বলে ৭৮ রান এবং সুপার ফোরে ভারতের বিপক্ষে ৫১ বলে ৭১ রান করেন রিজওয়ান। এই রানই তাকে শীর্ষস্থান দিয়েছে। এর মাধ্যমে  ব্যাটসম্যানদের টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান থাকা তৃতীয় পাকিস্তানি ব্যাটার হলেন রিজওয়ান। পূর্বে বাবর এবং তার আগে এই জায়গায় ছিলেন মিসবাহ উল হক।

ভারতের সুর্যকুমার যাদব এতদিন ছিলেন তিন নম্বরে। হংকংয়ের বিপক্ষে ঝড়ো ইনিংস খেললেও বাকি তিন ম্যাচের ব্যর্থতায় তার এক ধাপ অবনমন হয়েছে। তাকে সরিয়ে তিনে জায়গা করে নিয়েছেন দক্ষিণ আফ্রিকার এইডেন মার্কাম। পাঁচে আছেন দাওবিদ মালান।

শ্রীলঙ্কার ওপেনার পাথুম নিশানকা ও কুশল মেন্ডিসের উন্নতি হয়েছে। ভারতকে হারাতে ফিফটি করা নিশানকা এক ধাপ আটে অবস্থান করছেন।  কুশল ৬৩ থেকে উঠে এসেছেন ৪১ নম্বরে। ১১ ধাপ এগিয়ে দাসুন শানাকা ৩৯ নম্বরে। ৬৮ নম্বর থেকে ৩১ নম্বরে উঠে এসেছেন ভানুকা রাজাপাকসে। হারলেও ফিফটি করায় রোহিত শর্মা চার ধাপ এগিয়ে উঠেছেন ১৩ নম্বরে। ছন্দে ফেরা বিরাট কোহলি ৪ ধাপ এগিয়ে আছেন ২৯ নম্বরে।

image_pdfimage_print