
বিএনপি যদি মনে করে থাকে ৭৫ পরবর্তী কায়দায় ক্ষমতায় আসবে, তাহলে তারা ভুল করবে। জনগণ আর তাদের ছাড় দিবে না। জ্বালাও-পোড়াও কিংবা সন্ত্রাসী বাহিনী দিয়ে নৈরাজ্য সৃষ্টি করে ক্ষমতায় আসার দিন শেষ। জনগণ আপনাদের থেকে অনেক আগেই মুখ ফিরিয়ে নিয়েছে। বাংলার জনগণ আপনাদের এক বার নয় তিন তিন বার সুযোগ দিয়েছিলো। কিন্তু আপনারা কি করেছেন এতো সহজে ভুলে গেছেন?
জনগনের আশ্বাস, বিশ্বাস নিয়ে আপনারা রীতিমত ছেলে খেলা খেলেছেন। ছাত্রদের হাত থেকে কলম নিয়ে গিয়ে অস্ত্র তুলে দিয়েছিলেন। শিক্ষাঙ্গন গুলোকে সন্ত্রাস আর গুন্ডা তৈরির কারখানায় রুপান্তরিত করেছিলেন। জামাত, রাজাকার আলবদর, আল-শামস আর স্বাধীনতা বিরোধিতা কারীদেরকেও বৈধ স্বীকৃতি দিয়ে বাংলার স্বাধীন সার্বভৌমত্বকে অপমান করেছিলেন।
কেবল স্বাধীনতাকে কলঙ্কি করেই ক্ষান্ত হননি দেশটাকে পাকিস্তান আর আফগানিস্তান মতো জঙ্গি রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিলেন। বিশ্ব দরবারে আমাদের দেশটাকে দুর্নীতিতে হেট্রিক চ্যাম্পিয়ন বানিয়েছিলেন। হাওয়া ভবনের নাম করে দুর্নীতি আর সন্ত্রাসীদের সার্টিফিকেট দেওয়ার দোকান খুলে বসেছিলেন।
আব্দুর রহমান, বাংলা ভাইদের জন্মদিয়ে একযুগে ৬৪ জেলায় সিরিজ বোমা হামলা চালিয়েছিলেন। বাংলাদেশের শিল্প-সংস্কৃতি ও চলচ্চিত্র অঙ্গনকে নগ্নতার অন্ধকারে নিক্ষিপ্ত করেছিলেন। নিজেদের আধিপত্য বিস্তার করতে গিয়ে বিশ্ববিদ্যালয় গুলো মাসের পর মাস বন্ধ রেখে শিক্ষা বঞ্চিত কতগুলা প্রজন্ম তৈরি করেছিলেন।
বৈদ্যুতিক সংযোগহীন লম্বা লম্বা খুঁটি আর মামুন-গিয়াসদের অপকর্মের কথা আপনারা ভুলে যেতে পারেন বাংলার জনগণ আর ভুলে যাবে না।
শেখ হাসিনা সরকার তার জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছে তা পালন করেছে। দেশের উন্নয়নের ভাগ আপনি ও আপনার পরিবারের প্রতিটি সদস্য ভোগ করছেন। আপনাদের অসংখ্য কর্মী আজ বিসিএসের মত ভালো ভালো চাকরী পাচ্ছে। আপনার ঘরের ছোট বোনটাকে আজ আর তার ক্যাম্পাস থেকে লাঞ্ছিত হয়ে ফিরে আসতে হয় না। ৪ বছরের অনার্স আর ২ বছরের মাস্টার্স করতে এখন আর ১০ বছর লাগে না।
আজ বাংলার প্রতিটি ঘরে ঘিরে বিদ্যুৎ সংযোগ রয়েছে। যাতায়তের জন্য রয়েছে উন্নত পাকা সড়ক। উপজেলা শহরগুলোতে সকল প্রকার নাগরিক সেবা বিদ্যমান। গ্রাম গুলো ধীরে ধীরে শহরে রুপান্তরিত হচ্ছে। বাংলার মানুষ আজ দুমুঠো খেয়ে-পড়ে বেশ ভালোই আছে। তাহলে আপনাদের সমস্যা কোথায়?
রাজনীতি করেন, ক্ষমতায় আসতে চান, ভালো কথা। তবে তার জন্য জনগণের জান-মালের ক্ষতি করে? আগুন-সন্ত্রাস কিংবা জ্বালাও-পোড়াও করে ক্ষমতায় আসতে চাচ্ছেন?
এমন চিন্তা মাথা থেকে ফেলে দিন। কারণ বাংলাদেশের বর্তমান জনগণ আর ১৯৯১-৯৫, ২০০১-২০০৫ এর অন্ধকার সময়ে ফিরে যেতে চায় না। জনগনকে সঙ্গে না নিয়ে সন্ত্রাসী কায়দায় ক্ষমতায় তো দূরের কথা রাজনীতি করার সুযোগটুকুও আর আপনাদের দেওয়া হবে না, হবে না। পরবর্তী প্রজন্মের কাছে এই আমাদের শপথ।
রাজপথে নামার আগে যান জনগনের কাছে, ক্ষমা ভিক্ষা নিয়ে আসুন। জনগণের সঙ্গে সম্পৃক্ততা তৈরি করুন। দেখবেন তখন জনগণই আপনাদের ক্ষমতার আসনে বসাবে। বন্দুকের নলায় ক্ষমতায় আসার স্বপ্ন বাদ দেন। বাংলার শান্তিপ্রিয় জনগণকে অশান্ত করতে আসবেন না। এরাই কিন্তু ৭১ এর শক্তি। এবার আর পাকিস্তানে পালানোর সুযোগও হবে না।
লেখক: সাবেক জিএস, স্যার এ এফ রহমান হল ছাত্র সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয়।