Home রাজনীতি ‘বিএনপিতে উকিল সাত্তারের অভাব নেই, নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে অনেকে’

‘বিএনপিতে উকিল সাত্তারের অভাব নেই, নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে অনেকে’

44
0
SHARE

‘বিএনপি নির্বাচনে যাবে না’, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বক্তব্যের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপিতে উকিল সাত্তারের অভাব নেই। অনেক নেতা তলে তলে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, যোগাযোগ করছে। যেটা সময় হলেই টের পাওয়া যাবে।’

আজ সোমবার বিকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে দক্ষিণ আওয়ামী লীগের শান্তি সমাবেশে তিনি এসব কথা বলেন। উল্লেখ্য, বিএনপি থেকে পদত্যাগ করা উকিল আবদুস সাত্তার ভূঁইয়া ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপনির্বাচনে বেসরকারিভাবে জয়ী হন।

ওবায়দুল কাদের বলেন, ‘অনেক নির্বাচন হয়েছে, তারা প্রকাশ্যে আসে না, কিন্তু ঘোমটা পরা প্রার্থী থাকে বিএনপির। নির্বাচন কমিশনের অধীনে সিটি করপোরেশন নির্বাচন হবে। কেউ আসুক আর না আসুক নির্বাচন নিয়ম অনুযায়ী অনুষ্ঠিত হবে।’

 

রাজনীতিতে চক্রান্ত ও ষড়যন্ত্রের নতুন খেলা শুরু হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘বিএনপি বুঝে গেছে, শেখ হাসিনার সঙ্গে নির্বাচন করে লাভ নেই।’

image_pdfimage_print