
চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেছেন, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে এবং এদেশের মানুষের ভাগ্যোন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মানুষের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে এ সরকার টানা চতুর্থবার ক্ষমতায় এসেছে। শেখ হাসিনা পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হয়েছেন। আওয়ামী লীগ আবারও সরকার গঠন করেছে।
তিনি আরো বলেন, আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করতে বিএনপি নির্বাচন বানচাল করার অপচেষ্টা করে ব্যর্থ হয়েছে। জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। বিদেশিদের কাছে নালিশ করেও কোনো লাভ হয়নি।
শুক্রবার (২৬) জানুয়ারি চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় উপজেলা প্রশাসন, বিভিন্ন শ্রেণি-পেশা এবং আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় তিনি বিভিন্ন সংগঠন এবং পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় করেন।
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বলেন, আপনারা ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন, এজন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। আপনারা আপনাদের দায়িত্ব পালন করেছেন, এবার আমার পালা – আপনাদের জন্য কাজ করা। ইনশা আল্লাহ আমি এই মতলবকে একটি আধুনিক ও নান্দনিক স্মার্ট মতলব হিসেবে গড়ে তুলবো। মতলব হবে মাদক ও সন্ত্রাসমুক্ত। মাদকের বিরুদ্ধে মতলবে জিরো টলারেন্স। কোনো অবস্থাতেই মাদককে ছাড় দেয়া হবে না।
তিনি আরো বলেন, আমি এর আগে মতলব থেকে আরো দুবার এমপি নির্বাচিত হয়েছিলাম এবং মন্ত্রী ছিলাম। তখন ব্যাপক উন্নয়ন করেছি। গত পাঁচ বছরে তেমন কোনো উন্নয়ন হয়নি। এবার আপনারা আমাকে নির্বাচিত করেছেন, আমি মতলবের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করে স্মার্ট মতলব গড়বো। তিনি আরো বলেন, জীবনের বাকিটা সময় মতলববাসীর খেদমত করে যাবো।
মতলব পৌরসভার মেয়র ও মতলব পৌর আওয়ামী লীগের সভাপতি আওলাদ হোসেন লিটনের পরিচালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য এবং ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআইয়ের সহসভাপতি রাশেদুল হোসেন চৌধুরী রনি এবং বাংলাদেশ আওয়ামী লীগের আইনবিষয়ক উপকমিটির সদস্য আশফাক চৌধুরী মাহি।
এর আগে মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) লিটন চন্দ্র দে, মতলব দক্ষিণ থানার ওসি রিপন বালা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম।
এ সময় মতলব দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার, কলাকান্দা ইউপি চেয়ারম্যান আ. সোবহান সরকার সুভা, মতলব পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম সরকার, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক লায়ন ইকবাল হোসেন চৌধুরী জুয়েল, রাহুল চৌধুরী লুনা, আসাদ চৌধুরী, সাবেক ছাত্রনেতা হারুন অর রশিদ, মতলব দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শওকত আলী বাদল, মতলব দক্ষিণ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আছমা আক্তার আঁখি, মতলব যুবলীগ নেতা ফারুক পাটোয়ারী, ছেংগারচর পৌরসভার সাবেক প্যানেল মেয়র আলহাজ রুহুল আমিন মোল্লা, মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক তামজিদ সরকার রিয়াদ, উপজেলা যুবলীগের সদস্য কামরুল হাসান মামুন, মুহিবুল হক চৌধুরী সুমিত, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি এসএম সেলিম রেজা, ছাত্রলীগের নেতা এসএম নোমান দেওয়ান, মতলব পৌর যুবলীগের সভাপতি সোহাগ সরকার, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, কিশের কুমার ঘোষ, মতলব দক্ষিণ উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক হোসাইন মো. কচি, ছাত্রলীগের নেতা আশরাফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।