
বিএনপি-জামায়াত মুক্তিযুদ্ধে বাঙ্গালীর সাফল্য আজও মেনে নিতে পারেনি। দেশ এবং বিদেশে তারা স্বাধীনতা আর মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্বে ষড়যন্ত্র করে যাচ্ছে। উন্নয়ন আর অগ্রগতি বাধাগ্রস্ত করার চেষ্টা করছে।
আজ রবিবার বরগুনা জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ একথা বলেন।
শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত বর্ধিত সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগ সভাপতি সংসদ সদস্য অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কৃষিবিদ বাহাউদ্দিন নাসিম। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাড. আফজাল হোসেন।
বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মি আহমেদ, নির্বাহী কমিটির সদস্য আনিচুর রহমান, গোলাম রব্বানী, সংসদ সদস্য সুলতানা নাদিরা, শওকত হাচানুর রহমান রিমন।
সভার শুরুতে শোক প্রস্তাব সহ সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির। জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আঃ মোতালেব মৃধার উপস্থাপনায় জেলা, উপজেলা, ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।