Home ব্রেকিং বিএনপি ফিনিক্স পাখির মতো জেগে উঠবে: ফখরুল

বিএনপি ফিনিক্স পাখির মতো জেগে উঠবে: ফখরুল

38
0
SHARE

বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘যতই নির্যাতন, নিপীড়ন করা হোক না কেন, বিএনপিকে ধ্বংস করা যাবে না। বিএনপি ফিনিক্স পাখির মতো জেগে উঠবে।’

মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘সারাদেশে ২৫ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। তেতুলিয়া থেকে টে্কনাফ পর্যন্ত আমাদের নেতাকর্মীরা মামলায় জর্জরিত হয়ে গেছে। কারণ বিএনপির রাজনীতিটা ধ্বংস করে দিতে হবে। যতই ধ্বংসের চেষ্টা করা হোক না কেন, বিএনপি ফিনিক্স পাখির মতো জেগে উঠবে।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৩ তম কারাবন্দি দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্র ফোরাম ও উত্তরাঞ্চল ছাত্র ফোরাম এ আলোচনা সভার আয়োজন করে।

মির্জা ফখরুল বলেন, ‘যতই নির্যাতন, নিপীড়ন আসুক জাতীয়তাবাদীর পতাকা তুলে ধরে এগিয়ে যাবো। শুধু দল নয়, জাতির প্রয়োজনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। লড়াই সংগ্রাম চালিয়ে যেতে হবে। অতীতেও বিএনপিকে ধ্বংস করার চেষ্টা হয়েছে। কিন্তু লাভ হয়নি। বিএনপি ফিনিক্স পাখির মতো জেগে উঠবে। বিএনপির শক্তি কোথায়? বিএনপির শক্তি হচ্ছে সাধারণ মানুষের কাছে।’

তিনি বলেন,‘ আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারাগারে। আমাদের নেতা তারেক রহমান নির্বাসিত। এটার কারণ হচ্ছে এই রাজনীতিকে যারা ধারণ করেন তাদের নিঃশেষ করে দেয়া। আজকে আমাদের এমন কোনো নেতাকর্মী নেই যার বিরুদ্ধে মামলা নেই, যাকে জেলে যেতে হয়নি। আজকে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সমস্ত জায়গায় আমাদের নেতাকর্মীরা মামলায় জর্জরিত হয়েছে। এটার উদ্দেশ্য একটাই, এই রাজনীতি থেকে তাদেরকে নিশ্চিহ্ন করে দেয়া।’

খালেদা জিয়ার অসুস্থতার কথা জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘আমি গতকাল জেলখানার কোর্টে গিয়েছিলাম বেগম জিয়ার সঙ্গে দেখা করতে। তার সাথে আমার দেখা হয়েছে। আমি সেই দৃশ্য বলে বুঝাতে পারব না। এই প্রথম বলেছেন তিনি অসুস্থ। আমার (খালেদা জিয়া) অসুখে আমি অত্যন্ত কষ্ট পাচ্ছি।’

বিএনপি মহাসচিব বলেন, ‘বেগম জিয়া আমাদের বলেছেন তোমরা সংগ্রাম ডাকবে, তোমাদের ঐক্যবদ্ধভাবে গণতন্ত্রের সংগ্রাম করতে হবে।’

তিনি বলেন,‘বাংলাদেশ এখন উত্তর কোরিয়ার মতো হয়ে গেছে। অর্থাৎ এখানে মানুষের কোন স্বাধীনতা নেই। এই চক্র আমাদের ভাঙতে হবে। এই অন্ধকার থেকে আমাদের আলোর দিকে আসতে হবে। আসুন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে এবং তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে শপথ নিয়ে সামনের দিকে এগিয়ে যাই।’

গ্যাসের দাম বাড়ানো প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘গ্যাসের দাম বাড়ানোর কথা হচ্ছে। জনগণ মনে করে গ্যাসের দাম বাড়ানো যাবে না। দাম বাড়ালে জনগণ তা মেনে নেবে না।’

ডাকসু নির্বাচনে ছাত্রদলের অংশ গ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, ‘ডাকসু নির্বাচনে ছাত্রদল অংশ নিয়েছে খুশি হয়েছি। জয় পরাজয় বড় কথা নয়।’

সংগঠনের উপদেষ্টা ব্যারিস্টার মীর হেলালের সভাপতিত্বে ও ছাত্রদলের সহ-সভাপতি নাজমুল হাসানের সঞ্চালনায় আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, ইকবাল হাসান মাহমুদ টুকু, চেয়ারপারসনের উপদেষ্টা হাবীবুর রহমান হাবীব,কবি আব্দুল হাই শিকদার, বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন,সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম, সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, ছাত্রদলের সহ-সভাপতি আব্দুল ওয়াহাব, এজমল হোসেন পাইলট, জহিরুল ইসলাম বিপ্লব, সহ-সাধারণ সম্পাদক আরিফা সুলতানা রুমা, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আরোজ আলী শান্ত প্রমুখ বক্তব্য রাখেন।

image_pdfimage_print