Home ব্রেকিং বিএনপি শুধু সমালোচনার বিশ্বাসী, মানুষের কল্যানে নয় :নিখিল

বিএনপি শুধু সমালোচনার বিশ্বাসী, মানুষের কল্যানে নয় :নিখিল

35
0
SHARE

বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল বলেন, করোনা সংকটে বিএনপি কোথাও একমুঠো চাল দেয়নি। একজন মানুষেরও পাশে দাঁড়ায়নি। শুধু সরকারের সমলোচনায় নিয়োজিত, এটা তাদের স্বভাবজাত চরিত্রে পরিণত হয়েছে।
সকালে চকবাজার ইসলামাবাগ চৌরাস্তার মোড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে যুবলীগ চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক এর আহ্বানে দক্ষিন যুবলীগের আয়োজনে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসুচীতে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
৫ শতাধিক অসহায় গরীব মানুষের মাঝে এ খাদ্য বিতরণ করা হয়।

অনুষ্ঠানে যুবলীগের সাধারণ সম্পাদক বলেন, বঙ্গবন্ধু কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার রাজনীতি মানুষের কল্যাণের জন্য। করোনার এই মহাসংকটে প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ এর নেতৃত্বে যুবলীগ মানুষের সেবা কাজ করে যাচ্ছে। সারাদেশে অসহায় মানুষকে খাদ্য সহায়তা, দাফন ও সৎকার, অক্সিজেন সেবা, টেলিমেডিসিন সেবা, চিকিৎসা পরামর্শ ও সুরক্ষা সামগ্রি বিতরণ করছে যুবলীগ। তিনি ঢাকা মহানগর যুবলীগ-কে ধন্যবাদ জানান ।
ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইনউদ্দিন রানার সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজার সঞ্চালনায়
খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সহ সভাপতি আনোয়ার ইকবাল সান্টু, সহ সভাপতি নাজমুল হোসেন টুটুল, যুগ্ম সাধারণ সম্পাদক জাফর আহমেদ রানা, সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাকসুদুর রহমান, প্রচার সম্পাদক আরমান হক বাবু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সৈয়দ মার্শিদ শুভ, উপ প্রচার সম্পাদক সুজাউদ্দিন আহমেদ হারুন, উপ মুক্তিযুদ্ধ সম্পাদক রিয়াজ আহমেদ ফালান, সহ সম্পাদক নাসির উদ্দিন আহমেদ,সহ সম্পাদক হারুনুর রশিদ, সদস্য এআর বাচ্চু, ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ফুয়াদ হাসান পল্লব প্রমুখ ।

image_pdfimage_print