Home ব্রেকিং বিএনপি স্বৈরতন্ত্রের কাক: ইনু

বিএনপি স্বৈরতন্ত্রের কাক: ইনু

33
0
SHARE

বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক : বিএনপি স্বৈরতন্ত্রের কাক ব‌লে মন্তব্য ক‌রে‌ছেন সাবেক মন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু।

তি‌নি ব‌লেন, ‘বিএন‌পি এখন গণতন্ত্রের দোহাই দিয়ে রাজনীতিতে ঘোরাফেরা করছে। তারা একাত্তরের খুনি, ২১ আগস্ট এর খুনিদের পক্ষে কথা বলছে।’

বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে গণ-আজা‌দী লী‌গের ‌উদ্যোগে ঐতিহাসিক সলঙ্গা দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ইনু বলেন, ‘যারা খুনীদের আশ্রয়-প্রশ্রয় দেয়, তাদের পক্ষে কথা বলে, তারা গণতন্ত্রের ময়ূর না, তারা স্বৈরতন্ত্রের কাক। আর তারা গণতন্ত্রের ময়ূরদের ঠোকরাচ্ছে।’

তিনি বলেন, ‘যারা খুনি জামায়াতি তারা যতদিন পর্যন্ত জাতির কাছে মাফ না চাইবে ততদিন আমাদের রাজনীতি হুমকির পথে। এই জন্য আমরা দেখি এত সুষ্ঠু নির্বাচন হওয়ার পরও তারা নির্বাচনের ফলাফল বানচালের জন্য নতুন চক্রান্ত করছে।’

সংবাদ সম্মেলনে সংক্ষিপ্ত বক্তব্যে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নাসিম বলেন, ‘নতুন প্রজন্ম অনেকেই জানেনা সলঙ্গা বিদ্রোহের ইতিহাস। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আমার পিতা কথা দিয়েছিলেন সলঙ্গাকে থানা ঘোষণা করবে । পরবর্তীতে আমি যখন ১৯৯৬ সালে মন্ত্রীর দায়িত্ব গ্রহণ করি, তখন সলঙ্গাকে থানা হিসেবে ঘোষণা করি। আমরা কথা দিয়ে কথা রাখি।’

তিনি আরও বলেন, ‘আমিও প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাবো সলঙ্গাকে যেন উপজেলা হিসেবে ঘোষণা করা হয় এবং এর ঐতিহ্য স্মরণীয় করে রাখতে ঢাকার ভিতরে যেন একটি স্মৃতি ফলক স্থাপন করা হয়।’

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাবেক মন্ত্রী দিলীপ বড়ুয়া, গণ-আজাদী লীগের প্রধান উপদেষ্টা সৈয়দ শামসুল আলম, সিনিয়র সভাপতি ডক্টর নাসির উদ্দিন খান প্রমুখ।

image_pdfimage_print