
রাজধানীতে দুই ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেছে একটি ট্রাক। শনিবার ভোর পাঁচটার দিকে মগবাজার রেললাইনের ওপর ট্রাকটি বিকল হয়ে পড়লে এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে মগবাজার রেলগেট পার হওয়ার সময় ওই ট্রাকের ইঞ্জিন বিকল হয়ে যায়। বেশ কিছুক্ষণ চেষ্টা চালানোর পরও ট্রাকটি সচল করা সম্ভব হয়নি। পরে ট্রাকটিকে লাইনের উপর রেখেই নেমে পড়েন চালক। ওই সময় সিলেট থেকে আসা জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি এসে ট্রাকটিকে ধাক্কা দিয়। এর পরপরই কমলাপুর থেকে জামালপুরগামী বলাকা এক্সপ্রেস ট্রেন এসে ট্রাকটিকে আবারো ধাক্কা দিলে তা দুমড়ে মুচড়ে যায়।
ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন ফারুক বলেন, এ ঘটনায় এখন একটি লাইনে রেল চলাচল বন্ধ রয়েছে। অপর লাইনে রেল চলছে।