
পরিক্রমা ডেস্ক : বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন ব্যান্সডক কর্তৃপক্ষের আয়োজিত এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে (১৮ অক্টোবর, ২০২২খ্রি.) শিক্ষার্থীরা হাত উঠিয়ে সমস্বরে এ মর্মে শপথ গ্রহণ করে, বিদ্যুৎ, পানি ও গ্যাসের অপচয়রোধে তারা সতর্ক ও সচেতন হবে। বিশেষ করে বর্তমান ক্রান্তিলগ্নে বিদ্যুৎ ব্যবহারে তারা পূর্বের চেয়ে অনেক বেশি সাশ্রয়ী হবে। বিশ্ববিদ্যালয়ের হলে, বাসাবাড়িতে এবং সর্বত্র তারা বিদ্যুতের বাতি ও পাখা যেন অপ্রয়োজনে না জ্বলে, তা’ নিশ্চিত করবে। তাঁদের উদ্দেশ্যে বক্তব্য প্রদানকালে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহম্মাদ মুনীর চৌধুরী বলেন,“জ্বালানি তেলের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন খুব ব্যয়বহুল। সরকার যতই বিদ্যুৎ উৎপাদন করুন, মিতব্যয়ী ও সাশ্রয়ী না হলে সব অর্জন বৃথা হবে। তিঁনি বলেন, বিদ্যুৎ ব্যবহারে যে অপচয় হচ্ছে, তা’ আমাদের অবিবেচক কর্মকাণ্ডের ফল। প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবহার এবং জ্বালানির সাশ্রয় না হলে তা’ মানব সভ্যতাকে হুমকির সম্মুখীন করবে।” এ অনুষ্ঠানে ব্যান্সডকের মহাপরিচালক মীর জহুরুল ইসলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড.মোঃ সাইফুল ইসলাম বক্তব্য প্রদান করেন।