Home জাতীয় বিজ্ঞান জাদুঘরে আসছে হালদা নদীর ডলফিন

বিজ্ঞান জাদুঘরে আসছে হালদা নদীর ডলফিন

31
0
SHARE

পরিক্রমা ডেস্ক : হালদা নদীতে মৃত একটি ডলফিন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে গতকাল (০৬.১১.২০২২খ্রি.) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধীন হালদা রিসার্চ ল্যাব থেকে ডলফিনটি সংগ্রহ করা হয়। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরীর নিকট ডলফিনটি হস্তান্তর করেন প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান ও হালদা রিসার্চ ল্যাবের পরিচালক এবং নদী বিশেষজ্ঞ ড. মোঃ মনজুরুল কিবরিয়া। এ উপলক্ষ্যে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের উদ্যোগে এক সেমিনারের আয়োজন করা হয়। এতে মৎস্য বিভাগের উর্ধ্বতন কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। সেমিনারে হালদা নদীর ডলফিন ধ্বংসের কারণসমূহ চিহ্নিত করা হয় এবং ডলফিন রক্ষার নানা সুপারিশও উপস্থাপন করা হয়।

সেমিনারে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, “ডলফিন মানুষের অকৃত্রিম বন্ধু এবং প্রাণ প্রকৃতির অপরিহার্য অনুষঙ্গ। নিরীহ এ প্রাণীকে রক্ষায় প্রশাসনিক তৎপরতা, জনসচেতনতা, বিজ্ঞান ও প্রযুক্তির প্রয়োগসহ সমন্বিত উদ্যোগ নিতে হবে। প্রয়োজনে নদীতে চলাচলকারী প্রতিটি নৌযানে জিপিএস ট্রেকার বসাতে হবে এবং এআইএস প্রযুক্তির মাধ্যমে বৈজ্ঞানিকভাবে নিশ্ছিদ্র নজরদারি নিশ্চিত করতে হবে। ডলফিন হত্যাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তি দিতে হবে এবং এসব ঘটনার সংবাদ দাতাকে বা তথ্য প্রদানকারীকে পুরস্কৃত করতে হবে। এছাড়া নিষিদ্ধ সময়ে সরকারের প্রণোদনা প্যাকেজ দ্রুত জেলেদের ঘরে ঘরে পৌঁছাতে হবে। নদীতে শব্দ দূষণকারী নৌযানের চলাচল সীমিত রাখতে হবে। শব্দ দূষণে জলজ প্রাণী ক্ষতিগ্রস্ত হয়। নদীর জীববৈচিত্র্য রক্ষায় প্রশাসন, মৎস্য বিভাগ ও নৌপুলিশকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। হালদা নদী মহান স্রষ্টার অপার সম্ভাবনাময় অনন্য প্রাকৃতিক সম্পদ। শুধু প্রশাসন নয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে টিম গঠন করে নদীতে ও নদী তীরবর্তী এলাকায় ব্যাপক মোটিভেশন কর্মসূচি নিতে হবে। শুধু পুলিশিং নয়, শিক্ষার্থীদেরও নদী পাহারার ভূমিকায় থাকতে হবে। মাঠে নেমে সম্মিলিতভাবে সবাইকে নদী ও ডলফিন রক্ষার ব্রত নিয়ে কাজ করতে হবে। এ পর্যন্ত যত ডলফিন ও মা মাছ মারা গিয়েছে, তাদের সংরক্ষণের লক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটি ‘রিভার মিউজিয়াম’ স্থাপনে বিজ্ঞান জাদুঘর সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে।” অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মোঃ মনজুরুল কিবরিয়া এবং চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা ফারহানা লাভলী।

image_pdfimage_print